আইএমএফের ঋণ পেতে আশাবাদী বাংলাদেশ: জ্যেষ্ঠ অর্থসচিব
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন জ্যেষ্ঠ অর্থসচিব ফাতিমা ইয়াসমিন।
তিনি বলেন, ‘আইএমএফের ঋণ পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে প্রথম বৈঠক হয়েছে। আরও বৈঠক হবে।’
বাংলাদেশ সফররত আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বুধবার (২৬ অক্টোবর) গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই আশার কথা জানান।
চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় আইএমএফ থেকে ঋণ পাওয়ার বিষয়ে বাংলাদেশ আশাবাদী। বিভিন্ন কারণে অর্থের দরকার হচ্ছে সরকারের। এজন্য আইএমএফের সভায় ঋণপ্রস্তাব করা হলে তা নিয়ে আলোচনা করতে আইএমএফের দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল বুধবার ঢাকায় এসেছে।
সফরের প্রথম দিনই দলটি অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শুরু করেছে। সিরিজ বৈঠকে এসব শর্ত নিয়ে আইএমএফের সঙ্গে দর-কষাকষি করবে বাংলাদেশ। ৯ নভেম্বর পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক করবেন দলের সদস্যরা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গেও বৈঠক করবেন তারা।
উল্লেখ্য, করোনার পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও অর্থ সংকটে পড়ে। তা মোকাবিলায় আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। ডিসেম্বরের মধ্যে ১৫০ কোটি ডলার ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার, তবে ঋণ পেতে বেশ কিছু কঠিন শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। যেটা আগেও ব্যাংক পুনর্গঠনের জন্য করতে হয়েছিল।
জেডএ/এসএন