গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে ডিএসই ও সিএসইর চুক্তি
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএসই’র সঙ্গে পুঁজিবাজারে ইউনিফর্ম ও ইনটিগ্রেটেড ইলেকট্রনিক্স সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) শেয়ারিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক।
রবিবার (১৭ অক্টোবর) এ চুক্তি স্বাক্ষর করা হয়।
ত্রিপক্ষীয় এই চুক্তিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শোহেব হাসান মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, গ্লোবাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সামি করিম, কোম্পানে সেক্রেটারি মো. মনজুর হোসেন, ইস্যু ম্যানেজার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের সিইও (চলতি দায়িত্ব) খন্দকার রায়হান আলী, এফসিএ ও ইফতেখার আলম, সিইও, লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট এবং প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএ/