ধরাছোঁয়ার বাইরে উইমেন্স ওয়ার্ল্ড’র সিসিক্যামেরা কেলেঙ্কারির মাস্টারমাইন্ড ‘ফারনাজ’
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে লেডিস পার্লার ‘উইমেন্স ওয়ার্ল্ড’র সিসিটিভি ক্যামেরা কেলেঙ্কারির পরও বহাল চলছে প্রতিষ্ঠানটির সব শাখার কার্যক্রম। গত বুধবার এ ঘটনায় পুলিশের পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় প্রতিষ্ঠানটির শীর্ষ তিন কর্মকর্তাকে আটক করলেও মামলার একসপ্তাহ পেড়ুলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন এই অপরাধের মাস্টার মাইন্ড প্রতিষ্ঠানটির কর্ণধার তাসলিমা চৌধুরী কনা এবং ফারনাজ আলম।
![](https://admin.dhakaprokash24.com/media/content/images/2024January/dhaka-prokash-womens-world-2-20240104192653.jpg)
ডিএমপির কর্মকর্তা ডিসি ফারুক হোসেন জানান, এ ঘটনায় একটি সিভিয়ার জব্দ করেছে পুলিশ। এবং সিভিয়ারটিতে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করা। এবং প্রতিষ্ঠানটির কর্ণধার যার ইশারায় এই কর্মকাণ্ড পরিচালনা হয়েছে বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
এই কেলেঙ্কারির মাস্টার মাইন্ড ফারনাজ আলমকে ধরতে সব রকমের চেস্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই সাথে রাজধানীর অন্যান্য পার্লারেও সতর্কতা মূলক এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিএমপি এই কর্মকর্তা।
গত ২৬ ডিসেম্বর উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের ধানমন্ডি শাখায় যান এক নারী। সেখানে তিনি বিভিন্ন গোপন কক্ষে সিসি ক্যামেরা দেখতে পান। পরে মৌখিকভাবে থানায় অভিযোগ দেন। অভিযোগ পেয়ে ‘উইমেন্স ওয়ার্ল্ড’ পার্লারে গিয়ে ৮টি সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করে পুলিশ। এ সময় ঐ শাখার তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। ।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)