টেকনাফে বিদেশি পিস্তল-গ্রেনেড-আইসসহ গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে গ্রেনেড-আইসসহ তিন জনকে আটক করেছে বিজিবি। এ সময় একটি বাস ও একটি নৌকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. শরীফের ছেলে মো. জুবায়ের (৩০), দুই নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের ছেলে মো. আনোয়ার (১৯) ও সদর উপজেলার জানারঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে ওমর ফারুক (২০)।
বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার সকালে বড়ইতলী বক্করের জোড়া নামক এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ১৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক, একটি হ্যান্ড গ্রেনেড, ৩৭ রাউন্ড গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়।
একইদিন অপর এক অভিযানে টেকনাফ সড়কের হোয়াইক্যং চেকপোস্টে চার হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয় ওমর ফারুক (২০) নামের এক যুবককে।
মো. মহিউদ্দীন আহমেদ আরও জানান, আটক ও জব্দের ঘটনায় টেকনাফ থানায় মামলা করে তিনজনকে সোপর্দ করা হয়েছে।
