সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ আহত
সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুলতান মাহমুদ গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ মে) রাতে সাভারের জামশিং এলাকার শুক্কুরজান স্কুল সংলগ্ন এমব্রয়ডারির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২৭ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
আহত পুলিশ সদস্য সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার মজিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত একজন সাভারের শীর্ষ মাদক কারবারি দিলু (৪০)। তার বাড়ির পাশেই হামলার ঘটনা ঘটেছে।
তবে অপরজনের নাম ঠিকানা জানা যায় নি।
আহত এএসআই সুলতান জানান, ওই সড়ক দিয়ে তিনি প্রতিদিন বাসায় যান। প্রতিদিনের মত গতকাল রাত ৯ টার দিকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। ওই এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারীরা তাকে পিছন থেকে আঘাত করে। তার ধারণা সুইচ গিয়ার ছুরি দিয়ে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা।
আহত এএসআই সুলতানের বরাত দিয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, এএসআই সুলতান বাসায় ফেরার পথে তাকে পিছন থেকে হামলা করা হয়। পরে তিনি নিজেই আহতাবস্থায় ফার্মেসিতে গেলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। তবে বর্তমানে তিনি সুস্থ।
তিনি আরও বলেন, গত ২৫ মে সিঅ্যান্ডবিতে ছুরিকাঘাতে এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়। সেই বিষয়টি ও গতকাল রাতের বিষয়টি নিয়ে আমরা এক সাথে কাজ করছি। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা কয়েকজনকে আটক করেছি। তদন্তের স্বার্থে এব্যাপারে আমরা এখনই কোন তথ্য প্রকাশ করছি না। বিস্তারিত পরে জানানো হবে।
/এএস