বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জঙ্গি প্রশিক্ষক নায়েবে আমির মহিবুল্লাহ গ্রেপ্তার: সিটিটিসি  


নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নায়েবে আমির মো. মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। 

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বলছে, নতুন জঙ্গিদের প্রশিক্ষণ দিতেন নায়েবে আমির মহিবুল্লাহ ভোলা। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে সিটিটিসির ইনভেস্টিগেশন টিম বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিন্যাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার শায়েখ মহিবুল্লাহ উগ্রবাদি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আধ্যাত্মিক নেতার ভূমিকা পালন করছিলেন। 

তিনি আরও জানান, বৃহত্তর বরিশাল অঞ্চলে তিনি ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলেন এবং ৫০-৬০ জন তরুণকে তিনি প্রশিক্ষণ দেন। প্রথমদিকে হিজরতকারীদের তিনিই আশ্রয়-বয়ান দিয়ে বিভ্রান্ত করে নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা হয়ে পাহাড়ে পাঠানোর ব্যবস্থা করেন।

আসাদুজ্জামান আরও বলেন, ২০২২ সালের জানুয়ারিতে সিটিটিসির হাতে গ্রেপ্তার শুরা সদস্য ডা. শাকের ওরফর শিশির, পলাতক জঙ্গি নেতা শামিন মাহফুজসহ গ্রেপ্তার শায়েখ মহিবুল্লাহ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত জামায়াতুল আনসার ফিল হিন্দিস শারক্বীয়ার প্রশিক্ষণ ক্যাম্পে যান। 

প্রশিক্ষণ ক্যাম্পে কুকি-চিনদের বিদ্রোহী সংগঠন কেএনএফ (কুকি-চিন ন্যশানাল ফ্রন্ট)-এর তত্ত্বাবধানে সশস্ত্র প্রশিক্ষণ চলতো। সেখানে তাদের কেএনএফের প্রধান নাথান বম ও অন্যান্য কুকি-চিন নেতার সঙ্গে সাক্ষাৎ হয় এবং আনুষ্ঠানিকভাবে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে সংগঠনটির নামকরণ করা হয় এবং শুরা কমিটি গঠন করে। গ্রেপ্তার মহিববুল্লাহকে সংগঠনটির নায়েবে আমির হিসেবে নির্বাচিত করা হয়।

আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার মহিববুল্লাহ ক্যাম্পে অবস্থানকালে সন্ধ্যার পর প্রশিক্ষণরত সদস্যদের বয়ান দিতেন। তার বয়ানের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে জঙ্গি সদস্যদের জিহাদের জন্য মানসিকভাবে প্রস্তুত করা।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, শায়েখ মহিববুল্লাহ পাহাড়ে কিছুদিন অবস্থান করার পর ঢাকায় চলে আসেন। তিনি শুরা কমিটির সদস্যদের সঙ্গে এনক্রিপ্টেড চ্যাটের মাধ্যমে সমন্বয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দাওয়াতের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বৃদ্ধি করার জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখেন। বৃহত্তর বরিশাল অঞ্চলে তিনি ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলেন এবং ৫০-৬০ জন তরুণকে প্রশিক্ষণ দেন।

সিটিটিসি জানায়, জিহাদ সংক্রান্ত বিষয়ে তার নিজস্ব লেখার খসড়া কপিও তার কাছে পাওয়া গেছে। ডা. শাকের সিটিটিসির হাতে গ্রেপ্তারের পর শায়েখ মহিববুল্লাহ নিজেকে আড়াল করতে তার ব্যবহৃত সিম ও মোবাইল ফোন নষ্ট করে ফেলেন।  

এই জঙ্গি নেতা ডিবি পুলিশের হাতে একবার গ্রেপ্তার হয়েছিলেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

কেএম/এমএমএ/ 

 

 

 

Header Ad
Header Ad

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জন অপহরণের অভিযোগ

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীসহ মোট ৬ জনকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

অপহৃতরা হলেন—চবি চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপহৃতদের সঙ্গে থাকা টমটম চালককেও তুলে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

পিসিপির তথ্য ও প্রচার সম্পাদক রিবেক চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অপহৃতরা বিজু উৎসব উদযাপন শেষে মঙ্গলবার (১৫ এপ্রিল) বাঘাইছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বাসে টিকিট না পাওয়ায় তারা সদর উপজেলার কুকিছড়া এলাকায় মৈত্রীময় চাকমার আত্মীয়ের বাড়িতে রাতযাপন করেন। পরদিন সকাল ৭টার গাড়িতে চট্টগ্রাম ফেরার কথা থাকলেও গিরিফুল এলাকা থেকে তাদের জোরপূর্বক অপহরণ করা হয়।

এ ঘটনার জন্য পিসিপি ইউপিডিএফ (প্রসীত খীসা) গ্রুপকে দায়ী করেছে। তবে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করি না। বিজু একটি সার্বজনীন উৎসব, এই সময় এ ধরনের নিন্দনীয় ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায় চাপানোর চেষ্টা করছে।"

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ মোট ছয়জনকে অপহরণের অভিযোগ পেয়েছি। প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে এবং উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।”

এদিকে শিক্ষার্থী অপহরণের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। দ্রুত অপহৃতদের মুক্তি ও নিরাপদে ফিরে আসার দাবি জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।

Header Ad
Header Ad

খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেনাপোল দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ

ছবি: সংগৃহীত

খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার, ১৫ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে ভারত থেকে চাল আনতে আসা ব্যবসায়ীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়।

সরকার গত বছরের ১৭ নভেম্বর মোট ৯২ জন আমদানিকারককে সেদ্ধ চাল ২ লাখ ৭৩ হাজার মেট্রিক টন এবং আতপ চাল ১ লাখ ১৯ হাজার মেট্রিক টন আমদানির অনুমোদন দেয়। বেঁধে দেওয়া সময় অনুযায়ী আমদানি কার্যক্রম শুরুর পর পাঁচ মাসে বেনাপোল বন্দর দিয়ে মোট ২১ হাজার ৩৬০ মেট্রিক টন চাল দেশে প্রবেশ করে। সর্বশেষ গত রবিবার, ১৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ২০০ মেট্রিক টন চাল দেশে আসে।

প্রথমে অনুমতির মেয়াদ ছিল ২২ ডিসেম্বর পর্যন্ত, তবে আশানুরূপ আমদানি না হওয়ায় চার ধাপে মেয়াদ বাড়ানো হয়। শেষ পর্যন্ত চতুর্থ মেয়াদের সময়সীমা ছিল ১৫ এপ্রিল পর্যন্ত। ব্যবসায়ীরা আরো ১৫ দিনের সময় বাড়ানোর আবেদন করলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

চাল আমদানিকারক আলাউদ্দিন জানান, সরকারের চুক্তি অনুযায়ী ১৫ এপ্রিল ছিল চাল আমদানির শেষ সময়। অথচ এখনো ভারতীয় সীমান্তে তার এক হাজার মেট্রিক টন চাল দেশের প্রবেশের অপেক্ষায় রয়েছে।

আরেক আমদানিকারক মো. মোশাররফ হোসেন জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা মোটা চাল পাইকারি বাজারে প্রতি কেজি ৫৩ টাকায় এবং চিকন চাল ৬৫ থেকে ৭২ টাকা দরে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে মোটা চালের মূল্য প্রতি মেট্রিক টন ৩৯০ থেকে ৪০০ মার্কিন ডলার এবং চিকন চালের মূল্য ৪৫০ থেকে ৪৭০ মার্কিন ডলারের মধ্যে ছিল। এসব চাল আমদানির ক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষ শুল্কমুক্ত সুবিধা দিয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে মঙ্গলবার থেকে ভারতীয় চাল আমদানি বন্ধ হয়ে গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান বলেন, "চাল আমদানির চতুর্থ ও সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হয়েছে ১৫ এপ্রিল। এই সময়সীমার মধ্যে ২১ হাজার ৩৬০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।"

চাল আমদানির অনিশ্চয়তা এবং সময়মতো সিদ্ধান্ত না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা। ব্যবসায়ীরা দ্রুত নতুন নির্দেশনার আশায় রয়েছেন, যাতে করে সীমান্তে আটকে থাকা চাল দেশে প্রবেশ করানো যায় এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে পহেলা বৈশাখে দিন ধর্ষণের শিকার স্কুলছাত্রী, অভিযুক্ত প্রেমিক কারাগারে

ছবি : ঢাকাপ্রকাশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয়। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন বিয়ের প্রলোভন দেখিয়ে বেড়ানোর কথা বলে পরিত্যক্ত একটি ঘরে জোরপূর্বক ধর্ষণের শিকার হন এক স্কুলছাত্রী। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রেমিককে আটকে রেখে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন।

গত সোমবার (১৪ এপ্রিল) বিকালে টাঙ্গাইলের বাসাইলে এমন ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিকের নাম ফয়সাল মিয়া। তিনি মির্জাপুুর উপজেলার হাটফতেপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে ফয়সাল মিয়ার বিরুদ্ধে বাসাইল থানায় মামলা দায়ের করেন।

এরপর বুধবার (১৬ এপ্রিল) দুপুরে অভিযুুক্ত ফয়সাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এদিন রাতে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাসাইল পৌর এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার কাউলজানী ইউনিয়নের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ওই শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুুকে পরিচয় হয় ফয়সালের। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) বিকেলে ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলযোগে বাসাইল পূর্ব-মধ্যপাড়া এলাকায় বাসাইল মুজিব হাবিব ইসলামীয়া দাখিল মাদরাসার পেছনে নিয়ে যায়। সেখানে মজিবুুর রহমানের পুকুরের পূূর্বপাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রেমিক ফয়সাল মিয়াকে আটকে রেখে মারধর করে। পরে অভিযুক্ত প্রেমিক ফয়সাল মিয়াকে পুুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় একটি মামলা হওয়ার পর অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জন অপহরণের অভিযোগ
খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেনাপোল দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ
টাঙ্গাইলে পহেলা বৈশাখে দিন ধর্ষণের শিকার স্কুলছাত্রী, অভিযুক্ত প্রেমিক কারাগারে
ভারতের মন্দিরে গোপনে তরুণীর ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী ব্যক্তি
চিকিৎসা শপিং ও ভ্রমণে বাংলাদেশিদের পছন্দ এখন থাইল্যান্ড
ছয় দফা দাবিতে সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন: আব্দুস সালাম পিন্টু
পাকিস্তানের আরশাদ খানকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন
চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ
প্রখ্যাত ইসলামী বক্তা বজলুর রশীদের বিরুদ্ধে প্রতারণার মামলা
দারিদ্র্যপীড়িত রাজিবপুরে শিক্ষার্থীদের পকেট কাটছে রাজিবপুর সরকারি কলেজ
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা
গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দোষীদের শাস্তির দাবি
৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ
৮৬ জনকে চাকরি দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
নওগাঁ শহরে বাসায় ঢুকে এক তরুণকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি