নারীকে ধর্ষণ ও স্বামীসহ হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার
প্রায় ১৪ বছর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীকে ধর্ষণের পর স্বামীসহ হত্যার ঘটনায় মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লোকমানকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. আনোয়ার হোসেন খান।
ডিআইজি মো. আনোয়ার হোসেন খান বলেন, ‘২০০৯ সালের ১১ আগস্ট খাদিজা বেগম ও আব্দুর রহমানের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। একপর্যায়ে স্ত্রী খাদিজাকে হত্যার জন্য আব্দুর রহমান ভাড়া করা সন্ত্রাসীদের হাতে তুলে দেয়।’
খাদিজাকে সন্ত্রাসীরা একটি নির্জন স্থানে নিয়ে গণধর্ষণের পর হত্যা করে এবং সন্ত্রাসীরা হত্যার পর চুক্তি অনুযায়ী স্বামী আব্দুর রহমানের নিকট ১০ হাজার টাকা দাবি করে। আব্দুর রহমান টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকেও হত্যা করে দুজনকেই পরিত্যক্ত ডোবার কচুরিপানার নিচে লাশ ফেলে রাখে।
তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে লোকমানসহ ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে লোকমান পলাতক ছিলেন। এ মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালে আদালত আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’
কেএম/এমএমএ/