মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করতেন জাকির
কখনো সংসদ সদস্য আবার কখনো বিচারক পরিচয় দিয়ে পুলিশকে ফোন করে মাদক কেনাবেচা, জঙ্গি সম্পর্কে মিথ্যা তথ্য দিতেন ভাঙারি ব্যবসায়ী মো. জাকির হোসেন ওরফে বাম্পার। এভাবে বেশ কয়েকবার পুলিশকে হয়রানির পর তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (৮ ফ্রেব্রুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি।
হারুন অর রশিদ জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমানকে তিনি ফোন দিয়ে নিজেকে প্রথমে মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য পরিচয় দিয়ে মাদক চোরাচালানিদের তথ্য দেন। একইভাবে সিলেট তিন আসনের সংসদ সদস্য পরিচয় দিয়ে তিনি আবার ফোন দিয়ে মাদক কারবারিদের তথ্য দিয়ে সহায়তা চান। তার দেওয়া তথ্যে পুলিশ মাদক কারবারিদের ধরতে কয়েক দফা অভিযানে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। কারণ, তথ্য ছিল সম্পূর্ণ মিথ্যা। মাদক কেনা-বেচা, জঙ্গিদের গোপন বৈঠকের মিথ্যা তথ্য দিয়ে বারবার হয়রানি করেছেন তিনি। জাকির মূলত ভাঙারির ব্যবসা করেন।
কেএম/এসএন