ছিনতাই করা মোবাইল আইএমআই বদলে বিক্রি করতেন তারা
রাজধানীর মিরপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মোবাইল ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চক্রটি দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাই করা মোবাইলের আইএমআই নম্বর পরিবর্তন করে মার্কেটে বিক্রি করত।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১১০টি বিভিন্ন ব্যান্ডের চোরাই ও ছিনতাই মোবাইল, ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটারের সিপিইউ, ২টি এসএসডি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. রাসেল (৩১), মো. কবির (২৫) ও মো. সিয়াম (২০)। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৭ ফ্রেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে পল্লবী এলাকা থেকে ৬ টি চোরাই মোবাইল ও ১টি ল্যাপটপসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, পল্লবী থানা পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেলের দেওয়া তথ্যে ভিত্তিতে কাফরুলের শাহআলী প্লাজার ৫ম তলায় ভূঁইয়া টেলিকম দোকান থেকে কবির ও সিয়ামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের ১০৪টি মোবাইল, একটি কম্পিউটারের সিপিইউ যার মধ্যে দুইটি হার্ডডিক্স উদ্ধার করা হয়।
ডিসি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনা বেচার সঙ্গে জড়িত। তারা ছিনতাই ও চোরাই মোবাইল কিনে ভূইয়া টেলিকমে এনে আইএমআই পরিবর্তন করত। এরপর সেই মোবাইল বিভিন্ন মার্কেটে বিক্রি করত। অভিযানে জব্দ করা কম্পিউটার ও ল্যাপটপে একটি সফটওয়্যার ইস্টল করা রয়েছে। এর মাধ্যমে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন করত তারা।
কেএম/আরএ/