চুরি-ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৮ ফোন উদ্ধার
রাজধানীর খিলক্ষেত ও বনানী এলাকা থেকে চুরি ও ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
বুধবার (৯ নভেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হারুন ওরফে আনিছুজ্জামান, মো. হারুন-অর-রশিদ, মো. সোহেল, মো. এনামুল হক এবং মো. নূর ইসলাম।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি শুরু করে গোয়েন্দা গুলশান বিভাগ। এর পরিপেক্ষিতে পল্টনের বঙ্গবন্ধু এভিনিউয়ের রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চোরাই মোবাইল কেনাবেচার সময় চুরি ও ছিনতাই চক্রের সদস্য মো. হারুন ওরফে আনিছুজ্জামান, মো. হারুন-অর-রশিদ ও মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে অপর দুই সহযোগী মো. এনামুল হক ও মো. নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ডিবি প্রধান আরও বলেন, গ্রেপ্তারকৃতরা ২০১৫ সাল থেকে ঢাকার রামপুরা, বাড্ডা, খিলক্ষেত, বনানী, মিরপুর, পল্লবী, ডেমরা, যাত্রাবাড়ী ও গুলিস্থান থেকে চুরি ও ছিনতাই করা মোবাইল সংগ্রহ করে কমদামি মোবাইলগুলো বিভিন্ন দোকানে বিক্রি করে আসছে। দামি মোবাইলগুলো অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে।
আসামিদের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা ও দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এসজি