চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া পুলিশ আটক
রাজধানীর আদাবরের সূচনা কমিউনিটি সেন্টার এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে এক ভুয়া পুলিশ। এসময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, ওয়াকিটকি ও একটি পুলিশের ক্যাপ পাওয়া যায়।
আটককৃত আসিফ হোসেন (২৬) মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার মো. ওয়াহিদের ছেলে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজানুর।
তিনি বলেন, সন্ধ্যায় পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও পুলিশের ক্যাপ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক আসিফ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর-আদাবর এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলার দায়েরের প্রস্তুতি চলছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কেএম/এসজি