১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর রমনা থানা এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলী ও মো. লোকমান হোসেন।
রবিবার (২৩ অক্টোবর) রাতে রমনা থানার বারডেম হাসপাতাল এলাকায় ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
সোমবার (২৪ অক্টোবর) অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন সংবাদ আসে রমনা থানার বারডেম হাসপাতালের ১ নম্বর গেটের সামনে দুই জন ব্যক্তি ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে।
ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ১০০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা শিকার করেছেন। এবং তারা বলেছে পরস্পর যোগসাজশে দেশের সীমান্ত এলাকা থেকে কম দামে ফেনসিডিল কিনে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে।
আসামিদের বিরুদ্ধে রমনা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
কেএম/এমএমএ/