ধানমন্ডি লেক থেকে মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি লেকপাড় থেকে শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের অনেক চিহ্ন রয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রবিবার (২৩ অক্টোবর) সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাহাদাত চাঁদপুরের হাজীগঞ্জের আব্দুল বারী মজুমদারের ছেলে। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে লেকে হাঁটতে বের হয়েছিলেন আব্দুল বারী মজুমদার। সেসময় ছিনতাইয়ের উদ্দেশে তাকে ছুরিকাঘাত করা হতে পারে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, ধানমন্ডি লেকপাড়ে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই এলাকার সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।’
এসএন