যারা প্রশ্ন পেয়ে চাকরি করছে তাদেরও আইনের আওতায় আনা হবে: ডিবি
বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নে যারা চাকরি পেয়েছেন তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ।
শনিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত চক্রের গ্রেপ্তার ৫ জনকে গণমাধ্যমের সামনে হাজির করে ডিবি পুলিশ। তাদেরকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।
হারুন অর রশীদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এর আগেও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় বিমানের ঊর্ধ্বতন কেউ জড়িত কি না সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।
পদগুলো হলো: জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র মেকানিক জিএই (ক্যাজুয়াল), জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) ও জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)।
এ সব পদের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীকালে প্রার্থীদের মোবাইল ফোনে ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলে যানা গেছে।
কেএম/এমএমএ/