গলির রিকশাযাত্রীরাই ছিনতাইকারীদের লক্ষ্য
সম্প্রতি রাজধানীতে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব চুরি-ছিনতাই রোধ করতে বেশ কিছুটা হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসব বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সম্প্রতি বেশ কয়েকটি চুরি-ছিনতাইয়ের ঘটনা তদন্তের পর ছিনতাই প্রতিরোধে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শনিবার (২২ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সম্প্রতি রাজধানীর আসাদ গেট এলাকার একটি ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। দেখা যায়, সিগন্যালে জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকা বাসে ছুরি-চাকু নিয়ে হামলা করে একদল ছিনতাইকারী। জানালার কাচ ভেঙে যাত্রীদের ভয়ভীতি দেখায় তারা।
এ ছাড়া ১৫ অক্টোবরের সিসিটিভির ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে একে একে জড়ো হচ্ছে ছিনতাইকারীর দল। রিকশাওয়ালাদের কাছ থেকেও তাদের টাকাপয়সা লুট করতে দেখা যায়।
পুলিশ বলছে, সেদিন এই দলেই কবলে পড়েন ঢাকা কলেজের শিক্ষার্থী স্বাধীন সরকার ও তার ভাই মোশারফ। আদাবর যাওয়ার পথে লালমাটিয়া এলাকায় রিকশা আটকে মারধর করে তাদের ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় মামলার পর ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক বলেন, ২০ অক্টোবর থেকে আমরা ৭ দিনের একটি অভিযান শুরু করেছি। এই অভিযানের মূল কাজ হচ্ছে, ছিনতাইকারী ধরা। সব সিনিয়র অফিসারও এতে নিযুক্ত আছেন। আমাদের সিনিয়র অফিসাররাও সিভিল পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন। ছিনতাইকারীদের ধরতে আমরা কাজ করছি।
তিনি বলেন, মোটরসাইকেলে করে রিকশাযাত্রীদের টার্গেট করে অলিগলিতে এসব ছিনতাই হচ্ছে।
এদিকে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্রের সদস্যদের আটকের পর র্যাব ও পুলিশ বলছে, ছিনতাই বন্ধে সাঁড়াশি অভিযান শুরু হবে।
রাজধানীর বিমানবন্দর থেকে উত্তরা-টঙ্গীর রাস্তায় গণপরিবহনের জানালা দিয়ে বেড়েছে ছিনতাই। এ এলাকায় সংঘবদ্ধ ছিনতাই দলের হোতা শরীফ। গাজীপুরের টঙ্গী ও রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকার ছিনতাই চক্রের অন্যতম মূলহোতা শরীফ হোসেনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
এ বিষয়ে র্যাব-১’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, তারা মূলত নিরীহ পথচারীদের টার্গেট করত। মোবাইলসহ স্বর্ণালংকার এবং মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত। এ ছাড়া, এই রুটের বাসগুলো ট্রাফিক জ্যামে আটকে থাকার সময়গুলোতে মোবাইন ফোন ছিনতাই করত তারা।
তিনি বলেন, গ্রেপ্তার শরীফ ৫ বছর ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। শরীফ একদিনে সর্বোচ্চ ৫০টি পর্যন্ত ছিনতাই করা মোবাইল সংগ্রহ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ বলেন, অপরাধ ঘটার একটা সময় তৈরি হয়। দেখা গেছে অনেক সময় বিভিন্ন অপরাধ এক সঙ্গে ঘটে বর্তমান ছিনতাই হয়তো এমনি হয়েছে। ছিনতাই রোধে আমাদের ডিএমপির পক্ষে থেকে বিশেষ বিশেষ অভিযান চলমান রয়েছে। এটি দমনে নজরদারি বাড়ানো হয়েছে।
কেএম/এসএন