জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার
অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ও সন্ত্রাস বিরোধী আইন মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এটিইউ-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে কক্সবাজার জেলার সদর থানাধীন লিংক রোড এলাকায় থেকে এই ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ সাইফুল্লাহ ওরফে মাওলানা মো. সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ অক্টোবর) অ্যান্টি টেররিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি মুহাম্মদ সাইফুল্লাহ ২০১৪ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত কাতারে অবস্থান করেন। মূলত এই সময় হতেই তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়েন এবং কাতারে অবস্থিত কিছু বাংলাদেশিদের সঙ্গে ও এই সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত হন। ২০১৯ সালে সাইফুল্লাহ বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম'এর কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়েন।’
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
কেএম/এমএমএ/