টিসিবির পণ্য বিক্রির প্রলোভনের অভিযোগে গ্রেপ্তার ১
রাজধানীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে জালিয়াতির অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছে থেকে ৩৮টি টিসিবির নকল ডিজিটাল পরিবার পরিচিতি কার্ড ও ৫০০ লিফলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩ আগস্ট) তাকে পল্লবীর বাউনিয়াবাঁধ কাঁচাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টিসিবির পণ্য বিক্রির লিফলেট বিতরণ করে সাধারণ মানুষকে প্রলোভন দেখাতেন সোহাগ। পরে ভুয়া ডিজিটাল পরিবার পরিচিতি কার্ড দিয়ে টাকা হাতিয়ে নিতেন। এর আগেও একই অভিযোগে খুলনায় গ্রেপ্তার হয়েছিলেন একই ব্যক্তি।
কেএম/এসএন