দেশে প্রথমবারের মতো ধরা পড়ল কুশ মাদক, গ্রেপ্তার ১
বিভিন্ন অপ্রচলিত ও নতুন মাদক বিক্রি এবং কুশ মাদক তৈরির মূলহোতা ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব।
মঙ্গলবার (২ আগস্ট) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান থেকে সাঈদকে আটক করা হয়।
তাকে ধরার পর র্যাব বলছে, কুশ মাদক দেশে প্রথমবারের মতো জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন খান।
তিনি বলেন, দেশে সর্বপ্রথম অপ্রচলিত মাদক কুশ, হেম্প, এক্সট্যাসি, মলি, এডারল, ফেন্টানিল ও অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এসময় মাদক তৈরির মূলহোতা ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রায় তিন কোটি টাকা মূল্যের দেশি ও বিদেশি মুদ্রা জব্দ করা হয় এ অভিযানে।
কেএম/আরএ/