বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামরুল গ্রেপ্তার

আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৮ জুলাই) বিকেলে র্যাব-৩ এর স্টাফ অফিসার পুলিশ সুপার বীণা রানী দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বাহাদুর শাহ পার্কের কাছে বিবদমান দুটি পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এ সময় ধাওয়া খেয়ে পথচারী বিশ্বজিৎ দৌড়ে প্রথমে নিকটস্থ ভবনের দোতলায় অবস্থিত একটি ডেন্টাল ক্লিনিকে আশ্রয় গ্রহণ করেন। দুস্কৃতকারীরা ওই ক্লিনিকে বিশ্বজিতের ওপর হামলা চালিয়ে নির্বিচারে কিল-ঘুষি-লাথি মারতে থাকেন। তার গায়ে লৌহদণ্ড দিয়ে সজোরে আঘাত করতে থাকেন।
র্যাব আরো জানায়, আহত বিশ্বজিৎ প্রাণ বাঁচাতে পাশের আরেকটি ভবনে ঢুকে পড়েন। দুস্কৃতকারীরা সেখানেও বিশ্বজিতের ওপর হামলা চালান। ১৫-২০ জনের একটি মৃত্যুকামী দল তাকে লৌহদণ্ড এবং চাপাতি দিয়ে আঘাত করতে থাকেন। আঘাতে তার কাপড় ছিঁড়ে যায় ও সারা শরীরে রক্তের বন্যা বয়ে যায়। তিনি আবারও পালানোর চেষ্টা করেন। কিন্তু আঘাত অব্যাহত থাকে। এক পর্যায়ে বিশ্বজিৎ মাটিতে লুটিয়ে পড়েন। প্রাণ বাঁচানোর শেষ চেষ্টায় তিনি উঠে দৌড় দেন, কিন্তু শাঁখারী বাজারের একটি গলিতে গিয়ে ঢলে পড়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় এক রিকশাচালক তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিশ্বজিৎকে মৃত ঘোষণা করেন।
র্যাব-৩ জানায়, আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কামরুল হাসান (৩৫)। সে সব কিছু শিকার করেছেন। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর কামরুল পার্শ্ববর্তী দেশে তার নানার বাড়ির আত্মীয়ের আশ্রয়ে আত্মগোপন ছিলো। মামলার অভিযোগপত্র দাখিলের দুই মাস পর তিনি দেশে ফিরে আসেন। এরপর ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে ৫০ লক্ষাধিক টাকা উপার্জন করেন কামরুল।
পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, বিশ্বজিৎ বিবাদমান দুটি পক্ষের কোনোটির সঙ্গেই জড়িত ছিলেন না। তিনি জীবিকার তাগিদে ঘটনার সময় তার লক্ষ্মীবাজারের বাসা থেকে শাঁখারীবাজারে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ঘটনার তদন্তে আমরা জানতে পারি নিহত বিশ্বজিৎ ২০০৬ সালে রাজধানীর শাঁখারী বাজারে নিউ আমন্ত্রণ টেইলার্সে দর্জির কাজ শুরু করেন। সে কোনো পক্ষের লোক ছিলো না। মূলত সে পথচারী ছিলেন। তাকে সন্দেহ করে হত্যা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম
