নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করলে চুরির ঘটনা কমে আসবে: পুলিশ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে একটি চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, দোকান চুরি করাই এ চক্রের মূল পেশা, এ চক্রটি পিকআপ ভ্যান নিয়ে পুরো দোকান চুরি করত। চক্রটি রাজধানী ও আশপাশের কয়েকটি জেলায় নিয়মিত এই অপকর্ম করছিল। বাকিদের ধরতে কাজ করছেন গোয়েন্দারা।
শনিবার (২ জুলাই) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
দোকানের মালিকদের সিটিটিভি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, দোকান মালিকরা তাদের স্থান নিরাপদ রাখার জন্য অবশ্যই যেন সিসি ক্যামেরা বা নাইট ভিশন ক্যামেরা লাগায়। তাহলে এসব অপরাধ অনেকটা কমে আসবে।
গ্রেপ্তারকৃত চক্রের সদস্যদের সম্পর্কে তিনি বলেন, এই চক্রটি ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুরসহ বেশ কয়েকটি জেলার অসংখ্য চুরির সঙ্গে জড়িত।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি তথ্য বলছে, এই চোর চক্র গভীর রাতে রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকার একটি মুদি দোকানে চুরি করে। দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ৩ জন চোর। বাইরে পিকআপ নিয়ে অপেক্ষায় থাকে আরও ২জন চোর। মুহূর্তেই দোকানের টাকা পয়সা ও মালামাল লুট করে চলে যায় এ চোর চক্র।
দোকান মালিক পরের দিন এসে দেখে তার দোকান চুরি হয়েছে। ওই এক দোকান থেকেই আনুমানিক তিন লাখ টাকার মালামাল চুরি হয় সে রাতে। পরে দক্ষিণখান থানায় একটি মামলা করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী দোকানদার জানান, সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের শাটারের তালা ভাঙ্গা। দোকানের ভেতরে গিয়ে দেখি মালামাল সব এলোমেলো এবং অনেক মালামাল নেই।
তথ্য মতে জানা যায়, চলতি বছরের মার্চে দায়ের করা সেই মামলা জুন মাসে আসে গোয়েন্দা পুলিশের হাতে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে গ্রেপ্তার করা হয় এই চোর চক্রের ২ সদস্যকে।
পুলিশ বলছে, এই চক্র চুরির মালামাল বিক্রি করতো নারায়ণগঞ্জের নির্দিষ্ট একটি দোকানে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে আছেন চোরাই মালের সেই ক্রেতাও।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কায়সার রিজভী কোরায়েশী বলেন, এ চক্রটি চুরি করার সময় পিকআপ ভ্যান ব্যবহার করে থাকে। আর পিকআপের যে মালিক সে একজন পেশাদার চোর সর্দার। সে শুধু নারায়ণগঞ্জ না অন্যান্য জেলাতেও চুরির কাজ সংঘটিত করেছে।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, বাকি আরও ৩ জন ইতোমধ্যেই অন্য মামলায় কারাগারে রয়েছে।
কেএম/এএস
