জেল পালানো আসামি পদ্মা সেতু থানার প্রথম গ্রেপ্তার

ঢাকা জেলার পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম কাউকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার আবুবকর সিদ্দিককে (৩৭) প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দুই বছর আগে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে (২৪ জুন) ঢাকা জেলার এসপি মারুফ হোসেন সরদার ঢাকাপ্রকাশ-কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আবুবকর সিদ্দিক সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডীপুর এলাকার কেছের আলীর ছেলে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ ছিলেন তিনি।
এ বিষয়ে পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তাদের থানার মিনাকান্দি চৌরাস্তা এলাকায় আবুবকর ঘোরাফেরা করছিলেন। ওই এলাকায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছে। আবুবকরের চলাফেরা সন্দেহজনক হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আবুবকর কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। তখন তাকে আমরা গ্রেপ্তার দেখাই। আবুবকর পদ্মা সেতু দক্ষিণ থানার প্রথম গ্রেপ্তারকৃত আসামি। তাকে বৃহস্পতিবার (২৩ জুন) আদালতে প্রেরণ করা হয়।
তবে আবুবকর ওই এলাকায় কেন গিয়েছিলেন তা জানাতে পারেনি পুলিশ।
আবুবকর ২০২০ সালের ৬ অগাস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন জেল সুপার মো. আমিরুল ইসলাম।
আমিরুল বলেন, হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছিল। পরে আপিল করলে সাজা কমিয়ে যাবজ্জীবন দেয় আদালত। ২০১২ সাল থেকে বকর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরে মই বেয়ে পালিয়ে যান এই কয়েদি।
সে সময় কারাগারের দুই কর্মকর্তা ও চার কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
পালানোর ঘটনায় আবুবকরের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।
কেএম/এএস
