ইমোতে প্রতারণা, টার্গেট প্রবাসীরা

ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো ব্যবহার করে প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটির টার্গেট প্রবাসীরা। প্রতারণার টাকা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হতো বিকাশ অ্যাকাউন্ট।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মালিবাগে অপরাধ সিআইডি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান জানান, মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের কাছ থেকে ইমো ব্যবহার করে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে এই চক্রটি। অর্থ আদায়ের ক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করা হতো। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- হুসাইন আলী, সুমন আলী, তরিকুল ইসলাম, শান্ত আলী, সাদ্দাম হোসেন।
এনএইচ/টিটি
