রাজধানীতে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
রাজধানীতে যাত্রাবাড়ী ও পল্টন এলাকায় পৃথক অভিযানে মাদকসহ হানিফ ও দেলোয়ার নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকা থেকে রবিবার (১৩ মার্চ) ৪৫ বোতল ফেন্সিডিলসহ হানিফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
সোমবার (১৪ মার্চ) যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিলসহ হানিফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
এদিকে রাজধানীর পল্টন থানাধীন রূপায়ণ তাজ টাওয়ারের সামনে থেকে শনিবার (১২ মার্চ) একটি প্রাইভেট কারে ২২ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিলসহ দেলোয়ার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
সোমবার (১৪ মার্চ) পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত একজন মাদক ব্যবসায়ী। আমরা জানতে পারি নয়াপল্টন এলাকার রূপায়ণ টাওয়ারের সামনে রাস্তার উপর প্রাইভেটকারে মাদকের বড় চালান নিয়ে সে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওখানেই অভিযান চালায় থানার একটি টিম।
তিনি বলেন, এসময় তাকে তল্লাশি করে ব্যাক ডালার ভিতর থেকে ২২ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ায় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
কেএম/এএস