সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

দৈনিক সাড়ে ১২ কোটি টাকা রাজস্ব ক্ষতি

ফের সক্রিয় ভিওআইপি সিন্ডিকেট, চট্টগ্রামে ৮২ লাখ টাকার সরঞ্জামসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসায়ীকে বিপুল পরিমাণ সরঞ্জমাদিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ওই অবৈধ ভিওআইপি ব্যবসায়ীর নাম নাছির উদ্দিন। গত ৮ মার্চ সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরে ইসমাইল টাওয়ারের পঞ্চমতলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। এ সময় তিন হাজার অনিবন্ধিত সিমসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি মো. মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার ব্যবসায়ী নাছির উদ্দিন ওই ফ্ল্যাটে বসবাস করলেও তার গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার ভবানীপুর বড় হাতিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল মোনাফের ছেলে। ওই ফ্ল্যাটে তিনি অবৈধ ভিওআইপি সরঞ্জমাদি নিজের হেফাজতে রেখে ২০১৬ সাল থেকে লাইসেন্সবিহীন অবৈধ ভিওআইপি ব্যবসা করে রাষ্ট্রের কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

তিনি আরও বলেন, অবৈধ ভিওআইপি ব্যবসা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদি ওটিটির মতো উন্নত প্রযুক্তি এখন দেশে ব্যাপক হারে ব্যবহৃত হলেও কমেনি ভিওআইপির মাধ্যমে সাধারণ ফোনে কল আদান-প্রদান। এর মধ্যে প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি মিনিট কল এখনো ভিওআইপির অবৈধ কারবারিদের মাধ্যমেই আসছে। ফলে বিদেশ থেকে টেলিফোন কল আসা ও যাওয়ার পরিমাণ বাড়লেও কাঙ্খিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দেশ।

শুধু চট্টগ্রাম নয়, রাজধানীর বাইরেও এখন ভিওআইপি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। রাজধানীতে এক সময় ভয়াবহ অবস্থা থাকলেও বর্তমানে এটি কমে এসেছে। তবে গোপনে এ কার্যক্রম অব্যাহত রয়েছে। চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজধানীর পার্শ্ববর্তী নারায়ানগঞ্জ, গাজিপুর, টঙ্গিসহ বিভিন্ন এলাকায় কার্যক্রম চালাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সম্প্রতি বিটিআরসি ও সহযোগী অন্যান্য প্রতিষ্ঠান নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভিওআইপি কারবারিরা তাদের তৎপরতা শুরুর ব্যাপারে সতর্ক করে অভিযান চালানোর নির্দেশনা আসে। আর সেই নির্দেশনা মোতাবেকই এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের ধারা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ওই সভা থেকে বলা হয়, ঢাকা শহরের পাশাপাশি ঢাকার বাইরেও এ কার্যক্রম চালাচ্ছে ভিওআইপি সিন্ডিকেট। সিম নিবন্ধনের বাধ্যবাধকতার বাইরেও এক শ্রেণির চক্র সিম ব্যবহার করছে। বিশেষ করে টেলিটকের সিম ভিওআইপিতে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে ঢাকার বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে সতর্ক ও অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

সূত্র মতে, দেশে অবৈধ ভিওআইপি কারবারে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু সিন্ডিকেট। আইন প্রয়োগকারী সংস্থা ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) অভিযানে ওই চক্রের মাঠপর্যায়ে থাকা কিছু কর্মী গ্রেপ্তার হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। রহস্যজনক কারণে আইনের আওতায় আসছে না তারা। অথচ তারা অবৈধ ভিওআইপির কারবার করে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে। তাদের অবৈধ কারবারে সরকার বছরে রাজস্ব হারাচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি। আর ওসব টাকা যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে হুন্ডি, ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে চলে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ ভিওআইপির কারণে সরকারের দৈনিক কমপক্ষে সাড়ে ১২ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়। মাসে তার পরিমাণ ৩৭৫ কোটি টাকা। বার্ষিক হিসাবে ৪ হাজার ৫৬২ কোটি টাকারও বেশি। মোবাইল ফোন অপারেটরদের আন্তর্জাতিক কল অবৈধ ভিওআইপির কারণে উদ্বেগজনক হারে কমে গেছে। মূলত অবৈধ ভিওআইপি ব্যবসার মূলহোতারা প্রভাবশালী হওয়ায় বিটিআরসি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। অথচ ভিওআইপি শনাক্ত করার সব আধুনিক সরঞ্জাম বিটিআরসির রয়েছে। বিটিআরসি স্বাধীনভাবে কাজ করতে পারলে অবৈধ ভিওআইপি বন্ধ ও সরকারের রাজস্ব বাড়ানো সম্ভব হতো।

আরও জানা যায়, নিয়ম অনুযায়ী সরকার প্রতি মিনিট ইনকামিং আইএসডি কলে ৩ সেন্ট হিসেবে রাজস্ব পাবে। ইন্টারন্যাশনাল গেটওয়ে সার্ভিস প্রোভাইডারসহ বিভিন্ন তথ্যানুযায়ী দেশে দৈনিক ১০ কোটি মিনিটের বেশি বৈদেশিক কল রিসিভ হয়। আর তার প্রায় ৭ কোটি মিনিটই চোরাপথে বা ভিওআইপির মাধ্যমে আসছে। ফলে দৈনিক প্রায় ২০ কোটি টাকার বিদেশি কল ভিওআইপির মাধ্যমে চুরি হয়। যা বন্ধ করা গেলে সরকার দৈনিক সাড়ে ১২ কোটি টাকা আর বার্ষিক ৪ হাজার ৫৬২ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আয় হতো। অবৈধ ভিওআইপি কারবারের শীর্ষে রয়েছে সরকারি মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অভিযোগ রয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাটির উচ্চপর্যায়ের কিছু কর্মকর্তার যোগসাজশেই ভয়াবহ অবৈধ ভিওআইপি সিন্ডিকেট কার্যক্রম চালাচ্ছে। টেলিটকের কর্মকর্তাদের কেউ ওই চক্রের বাইরে গেলে তাদের চাকরিচ্যুতিসহ নির্যাতনেরও শিকার হতে হয়।

সূত্র আরও জানায়, অসাধু চক্রের অবৈধ ভিওআইপি কারবারে সরকারই শুধু রাজস্ব হারাচ্ছে না, লোকসান গুনছে বৈধভাবে দেশে ফোন কল প্রবেশের ইন্টারন্যাশনাল গেটওয়ে প্রতিষ্ঠানগুলোও। লোকসান গুনতে গুনতে ওসব প্রতিষ্ঠান প্রায় বন্ধ হওয়ার পথে। অবৈধ ভিওআইপি কারবারের মূল হোতাদের আইনের আওতায় আনা না গেলে টেলিকম খাতের বহু প্রতিষ্ঠান অচিরেই ধ্বংসের মুখে পড়বে। তাতে সরকার রাজস্ববঞ্চিত হওয়ার পাশাপাশি বৈধ বহু ব্যবসায়ীকেও ব্যবসা বন্ধ করে পথে বসতে হবে।

এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার বিষয়ে একাধিক অভিযোগ জমা হয়েছে। ওসব অভিযোগের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানান, কিছু অভিযোগ পাওয়া গেছে। ওসব অভিযোগ আমলযোগ্য হলে প্রশাসনিক তদন্ত ও অন্য যেসব করণীয় তা অবশ্যই করা হবে।

এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ গত সংসদ অধিবেশনে ভিওআইপি কারবারি প্রসঙ্গে কথা বলেন।

তিনি বলেন, বৈধ ভিওআইপি ব্যবসার কারণে বাংলাদেশ বছরে ৪ হাজার ৫৬২ কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে উল্লেখ করে বাংলাদেশে অবৈধ ভিওআইপির ভয়াবহ সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কবলে পড়ে বাংলাদেশের সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

তিনি আরও বলেন, বিটিআরসির দায়িত্বশীল কর্মকর্তারাই বলছেন, ভিওআইপির কারণে সরকারের দৈনিক ক্ষতি হয় সাড়ে ১২ কোটি টাকা। মাসে এই ক্ষতির পরিমাণ ৩৭৫ কোটি টাকা। বার্ষিক হিসাবে ৪,৫৬২ কোটি টাকার বেশি। আশ্চর্যজনকভাবে এই ভিওআইপির সাথে জড়িত হয়ে গেছে আমাদের সরকারি প্রতিষ্ঠান টেলিটক। টেলিকট কীভাবে জড়িত হলো?

তিনি বলেন, রাজধানীর নিউমার্কেট-তুরাগ-শাহআলী থানা এলাকায় বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরের পরিদর্শকদের সমন্বয়ে এবং র‌্যাব মিলে তারা একটি অভিযানে গিয়েছিল। সেই অভিযানে গিয়ে তারা ভিওআইপির চক্রের কয়েকজনকে আটক করেন। সেখানে ব্যবহৃত যে মোবাইলের সিম পাওয়া যায়, সেই সিম হচ্ছে টেলিটকের, ৩,৪০০টি সিম। পরবর্তীতে বিটিআরসি টেলিটকে পরিদর্শনে গেছে, তারা তদন্তে গেছে। তদন্তে শেষে বিটিআরসি একটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে বিটিআরসি বলেছে, অবৈধ ব্যবহৃত সিমগুলো একই ব্যক্তির একটি এনআইডির অনুকূলে কেনা এবং একই সেলপয়েন্ট থেকে বিক্রি হয়েছে।

তিনি আরো বলেন, কিছু কর্মকর্তা এবং তাদের সাথে কিছু রাজনৈতিক প্রভাবশালী চক্র মিলে টেলিটককে এই অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত করেছেন। এইসব কর্মকর্তা ও রাজনৈতিক চক্রই অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত।

কেএম/এএস

Header Ad
Header Ad

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে দেশে কিছু লোডশেডিং চালু রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কিছু লোডশেডিং না দিলে ভর্তুকির পরিমাণ বেড়ে যাবে। তবে লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে চেষ্টা করা হবে। তিনি জানান, শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং কার্যকর করা হবে।

সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে দেশে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারণে আগামী দিনে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। তখন চাহিদা মেটাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, যে হারে এসি স্থাপন করা হচ্ছে, সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। অনেকে অকারণে লাইট, ফ্যান ও এসি চালু রাখায় বিদ্যুৎচাহিদা বেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ২৬ এপ্রিল যে গ্রিড বিপর্যয় ঘটে, তার তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে গ্রিড বিপর্যয়ের কারণ, দায়ী ব্যক্তিদের ভূমিকা ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করবে।

মেট্রোরেল এক ঘণ্টার জন্য বন্ধ থাকার কারণও তদন্তে নেওয়া হয়েছে। বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, মেট্রোরেল বন্ধ থাকার মূল কারণ ছিল বিদ্যুৎ সংকট।

এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে এবং এলএনজি আমদানির আর্থিক সামর্থ্যও কমে গেছে। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

পিজিসিবি ও পিডিবি জানায়, আমিনবাজার-গোপালগঞ্জ সার্কিট লাইনের ৪০০ কিলোভোল্টের দুটি তার কাছাকাছি আসায় শর্ট সার্কিট হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এর ফলে বরিশাল ও খুলনা বিভাগের ১৫টি জেলা—খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী—প্রায় ১৫ মিনিট থেকে ৯৬ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং রাত সাড়ে আটটার পর পুরোপুরি স্বাভাবিক হয়।

Header Ad
Header Ad

গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমাম গণপিটুনির শিকার হয়ে পরে কারাগারে মৃত্যুবরণ করেছেন। মৃত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫), তিনি চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে এবং হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে রহিজ উদ্দিনের বিরুদ্ধে। এতে উত্তেজিত এলাকাবাসী তাকে গাছে বেঁধে ব্যাপক মারধর করে, এমনকি তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং নির্যাতিত এক কিশোরের বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখায়।

পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। একই রাতের (২৭ এপ্রিল) দিবাগত ৩টার দিকে রহিজ উদ্দিন কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, মৃত ইমামের শরীরে গণপিটুনির চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন।

পূবাইল থানার ওসি এসএম আমিরুল ইসলাম বলেন, রহিজ উদ্দিন স্থানীয় স্কুল-কলেজপড়ুয়া ছেলেদের নিজের থাকার কক্ষে এনে কম্পিউটার গেমস ও মোবাইল গেম খেলার সুযোগ দিতেন এবং কোমল পানীয় খাওয়াতেন। ওই পানীয় সেবনের পর অচেতন হয়ে পড়লে তিনি তাদের বলৎকার করতেন বলে অভিযোগ উঠেছে। এক কলেজছাত্রের কাছ থেকে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দেয়।

Header Ad
Header Ad

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ

বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের রায় ও গেজেট প্রকাশের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঢাকার দুই বাসিন্দা এই নোটিশ পাঠান, যাতে ইশরাকের নামে গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠান বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।

নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই বাসিন্দার পক্ষে আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি জানান, গত ২৭ এপ্রিল (রোববার) এ নোটিশ পাঠানো হয়। তবে একই রাতে নির্বাচন কমিশন (ইসি) ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করে। ফলে এখন পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা নোটিশদাতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে তৎকালীন বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। ওই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

নোটিশের পক্ষের দাবি:

- ট্রাইব্যুনাল যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে দ্রুত রায় দিয়েছে।

- নির্বাচন কমিশন এ রায় চ্যালেঞ্জ করেনি, বরং গেজেট প্রকাশ করেছে।

- আইন উপদেষ্টার মতামতের জন্য অপেক্ষা না করে গেজেট প্রকাশ করা হয়েছে।

ট্রাইব্যুনালের আদেশে কার্যকারিতা নেই, কারণ মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং পদটি অধ্যাদেশের মাধ্যমে ইতোমধ্যে শূন্য ঘোষণা করা হয়েছিল।

এই নোটিশ পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, বিচারক মো. নুরুল ইসলাম এবং ইশরাক হোসেন বরাবর।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন