টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫৬ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। বুধবার (০৯ মার্চ) দিনগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের বিষয়টি জানতে পেয়ে বিসিজির টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কাটাবুনিয়া ঘাট এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা ওই নৌকাটিকে থামার সংকেত দেয়। এ সময় নৌকায় থাকা মাঝিসহ দুইজন ব্যক্তি একটি কালো রংয়ের বস্তা নৌকায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর বস্তাটি তল্লাশি করে ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/আরএ/
