বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে চাকরি করবেন?
উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটির ঠিকানা
বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (চট্টগ্রাম ইপিজেড), দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম-৪২২৩।
পদের নাম
অধ্যক্ষ।
নিয়োগের ধরণ
চুক্তিভিত্তিক।
প্রার্থী
অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।
পদের সংখ্যা
১টি।
বেতন, ভাতা
আলোচনাসাপেক্ষে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অনার্সে অন্তত দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। এই প্রার্থীর মাস্টাস ডিগ্রি থাকতে হবে।
চার বছরের অনার্স পাশ আবেদন করতে পারবেন।
ভাষা দক্ষতা
বাংলা ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
কর্মঅভিজ্ঞতা
১. ভালো কলেজে অন্তত এক বছরের প্রভাষক বা সহকারী অধ্যাপকসহ তার চেয়ে বেশি বয়স আছে এমন সকল আবেদনকারীর জন্য পদটি উন্মুক্ত।
২. সামরিক বাহিনীর শিক্ষাখাতে কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে অবসর নেওয়া লে.কর্ণেল বা এর চেয়ে উচ্চ পদের কর্মকর্তাদের আবেদন করা সম্ভব।
৩. ক্যাডেট কলেজগুলোর অবসর নেওয়া অধ্যক্ষদের আবেদনের সুযোগ আছে।
সহশিক্ষাক্রমিক যোগ্যতা
১. আবেদনকারীদের নেতৃত্ব, নেতৃত্ব দক্ষতা, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলোর সমাধান, সিদ্ধান্ত গ্রহণ ও প্রদানের যোগ্যতা এবং সক্ষমতা থাকতে হবে।
শতাবলী :
১. অসম্পূণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
২. বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (চট্টগ্রাম ইপিজেড), দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম-৪২২৩-এই ঠিকানা বরাবর জনতা ব্যাংক লিমিটেড থেকে অফেরতযোগ্য ৬শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে ও কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
৩. আবেদপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, কাজের বাস্তব অভিজ্ঞতা, চারিত্রিক সনদ, প্রশিক্ষণসহ ইত্যাদির সনদ ও সম্প্রতি তোলা, ২ কপি পাসপোর্ট আকারের ছবি সবই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে সংযুক্ত করে দিতে হবে।
৪. চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (চট্টগ্রাম ইপিজেড), দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম-৪২২৩’র নির্বাহি পরিচালক মসিহউদ্দিন বিন মেসবাহ বরাবর আগামী ৩১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
৫. আবেদনের খামের ওপর অবশ্যই পদের নামটি উল্লেখ করতে হবে।
৬. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৭. ইন্টারভিউ কার্ডের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে উপযুক্ত প্রার্থীদের পরীক্ষা/ইন্টারভিউর সময় জানিয়ে দেওয়া হবে।
৮. এসব যোগাযোগের জন্য প্রার্থীদের মোবাইল নম্বর ও মেইল আইডি অবশ্যই যুক্ত করতে হবে।
৯. মৌখিক পরীক্ষার দিন অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলোর মূল সনদ আনতে হবে।
১০. লিখিত ও মৌখিক পরীক্ষায় এসে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ দেওয়া হবে না।
১১. চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (চট্টগ্রাম ইপিজেড), দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম-৪২২৩’র কর্তৃপক্ষ যেকোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিলের অধিকার সংরক্ষণ করেন।
১২. অধ্যক্ষ পদেও নিয়োগে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
ওএস।