সেনাবাহিনীর স্কুলে জুনিয়র টিচার নিয়োগ দেওয়া হবে

শিক্ষা প্রতিষ্ঠানের নাম : টর্চ ইন্টারন্যাশনাল স্কুল।
ঠিকানা : ডিএসসিএসসি, মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬।
ধরণ : বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিকভাবে পরিচালিত একটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়।
পদের নাম : জুনিয়র টিচার।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত অনার্স পাশ। কম্পিউটার অ্যাপলিকেশনসে অবশ্যই সাবলীল হতে হবে।
অগ্রাধিকার : অন্তত দুই বছরের কর্ম অভিজ্ঞতা অগ্রাধিকার লাভ করবে।
বয়স : ৩১ মাচ, ২০২২ তারিখে আবেদনের শেষ তারিখে বিদ্যালয়ে আবেদনপত্র পৌছানোর সময় ৪০ বছরের বেশি বয়স হতে পারবে না।
আবেদনপত্র: একটি পূণ বায়ো-ডাটা দুই কপি পাসপোট আকারের রঙিন ছবিসহ যুক্ত করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতা, কোনো কম অভিজ্ঞতা থাকলে-সেটির সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্রের কপি-সবগুলো সত্যায়িত আকারে একটি কপি করে দিতে হবে। সেগুলো ট্রাস্ট ব্যাংক লিমিটেড থেকে টর্চ ইন্টারন্যাশনাল স্কুলের অনুকূলে ২শ টাকার অফেরতযোগ্য পে-অর্ডার করতে হবে।
যুক্ত করতে হবে : ব্যক্তিগত মোবাইল ও ইমেইল আইডি আবেদনপত্রে।
আবেদন করবেন : প্রিন্সিপাল বরাবর।
ছবি : প্রতীকি।
ওএস।
