মিল্লাত কেমিক্যালে এ.এম. ও এস.আর নিয়োগ হবে মোট ৮৫ জন

প্রতিষ্ঠানের নাম : মিল্লাত কেমিক্যাল কম্পানি লিমিটেড।
পদের নাম : এরিয়া ম্যানেজার (এ.এম)।
পদের সংখ্যা : ২৫ জন।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স বা মাস্টার্স।
যোগ্যতাগুলো : বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ, অর্জন, পরিবেশক নিয়োগ ও সেলস টিম পরিচালনার ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম : সেলস রিপ্রেজেনটেটিভ (এস.আর)।
পদের সংখ্যা : ৬০ জন।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা এইচএসসি।
যোগ্যতাগুলো : বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। কর্মঠ ও সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম : আগ্রহী সকল পদের সব প্রার্থীকে আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সাটিফিকেটগুলো সত্যায়িত করে দুই কপি পাসপোট আকারের ছবিতে যুক্ত করে নিম্ম ঠিকানায় সরাসরি সাক্ষাৎকার প্রদান করতে হবে। কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
সাক্ষাৎকারের স্থান : বিক্রয় উন্নয়ন কার্যালয়, নব সৃষ্ট প্লট নম্বর-১, তেজগাও শিল্প এলাকা, ঢাকা ১২০৮ (কলোনি বাজারের পাশে)।
আবেদনের শেষ তারিখ : ৫ মার্চ, ২০২২।
ওএস।
