অস্ট্রেলিয়ায় আইসিটি খাতে বাংলাদেশিদের জন্য চাকরির সুযোগ

আইসিটি খাতে বাংলাদেশিদের অস্ট্রেলিয়ায় নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ওভারসীজ ইমপ্লেয়মেন্ট সার্ভিস লিমিটেড (বোয়েসেল) ও অস্ট্রেলিয়ার কোম্পানি স্টারনিংয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক বৃহস্পতিবার সই হয়েছে। আগামী তিন বছরের জন্য চুক্তির আওতায় পেশাদার আইসিটি ব্যক্তিরা অস্ট্রেলিয়ায় চাকুরির সুযোগ পাবেন।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে আয়োজিত এক চুক্তি সই অনুষ্ঠানে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন এবং স্টারনিংয়ের অপারেশন ডিরেক্টর পল ইগান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, স্টারনিং অস্ট্রেলিয়ায় তাদের বিভিন্ন ক্লায়েন্ট কোম্পানির জন্য আইসিটি খাতে বাংলাদেশের দক্ষ জনবলের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আইসিটি খাতে স্টারনিংয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে বোয়েসেল বাংলাদেশ থেকে যোগ্য প্রার্থী সরবরাহ করবে।
অনলাইনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুালেট, সিডনির কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরার কাউন্সেলর (শ্রম) মো. সালাহউদ্দিন, স্টারনিংয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ মেরজ এবং বোয়েসেলের নির্বাহী ব্যবস্থাপক মো. মাহাবুবুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক নোমান চৌধুরী।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়াতে বাংলাদেশি দক্ষ জনশক্তি প্রেরণ করার পথ উন্মুক্ত হবে। আমরা এখন শুধুমাত্র আইসিটি সেক্টরের দক্ষ পেশাদারদের পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি। এ ছাড়া আরও কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে অন্যান্য পেশার বাংলাদেশিদের অস্ট্রেলিয়াতে প্রেরণ করা যায়।’
স্টারনিংয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জোসেফ মেরজ বলেন, ‘বাংলাদেশে অনেক দক্ষ আইটি পেশাদার রয়েছে। অস্ট্রেলিয়াতে দক্ষ আইটি পেশাদারদের যথেষ্ট ঘাটতি আছে। বাংলাদেশি দক্ষ পেশাজীবীরা এই ঘাটতি পুরণ করতে সহায়তা করতে পারে।’
কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম বলেন, ‘অস্ট্রেলিয়ার কোনো কোম্পানির সঙ্গে বোয়েসেলের এটাই প্রথম চুক্তি স্বাক্ষরিত হলো। এর মাধ্যমে বাংলাদেশি পেশাজীবীদের অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের সুযোগ সহজতর হবে।’
আরইউ/এসএ/
