ঢাকায় সেনাবাহিনী পরিচালিত স্কুলে শিক্ষক নেওয়া হবে

শিক্ষা প্রতিষ্ঠানের নাম : টর্চ ইন্টারন্যাশনাল স্কুল।
ঠিকানা : ডিএসসিএসসি, মিরপুর ক্যান্টমেন্ট, ঢাকা।
ধরণ : বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিকভাবে পরিচালিত একটি ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান।
পদের নাম : জুনিয়র টিচার।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত অনার্স পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : অবশ্যই কম্পিউটারের অ্যাপলিকেশনগুলোতে সাবলীল হতে হবে।
অগ্রাধিকার : অন্তত দুই বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা।
বেতন : ১২ হাজার ৫শ থেকে ২৪ হাজার টাকা-শিক্ষাপ্রতিষ্ঠানটির নিয়মানুসারে।
বয়স : ৩১ মাচ, ২০২২ সালের মধ্যে সবোর্চ্চ ৪০ বছর বয়সের হতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যে যোগ্যতার অনুলিপিগুলো যুক্ত করতে হবে : পূর্নাঙ্গ বায়োডাটা ও দুই কটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। সবগুলো শিক্ষাগত যোগ্যতার অনুলিপি, যদি কর্ম অভিজ্ঞতা থাকে, জাতীয় পরিচয় পত্রের কপি-সবগুলো সত্যায়িত করতে হবে। অফেরৎযোগ্য ২শ টাকার পে-অর্ডার করতে হবে টর্চ ইন্টারন্যাশনাল স্কুলকে ট্রাস্ট ব্যাংক লিমিটেড থেকে। আবেদন পত্রের সঙ্গে ব্যক্তিগত মোবাইল ও ইমেইল আইডি দিতে হবে। ই-মেইল বা এসএমএসের মাধ্যমে সব যোগাযোগ করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৩ মাচ, ২০২২ সালের মধ্যে আবেদন বিদ্যালয়টিতে পৌঁছাতে হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : অধ্যক্ষ, টিআইএস-মোবাইল : ০১৭৬৯০২৩৪৪২।
ওএস।
