চট্টগ্রামের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক, শিক্ষক নেবে
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট
পদের নাম : লেকচারার।
বিভাগ : ইংরেজি।
পদের সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অন্তত দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স, কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। সিজিপিএতে অনার্স-এ অন্তত ২.৫০ থাকতে হবে ৪.০’র মধ্যে।
অগ্রাধিকার : এনটিআরসিএ (নন গভামেন্ট টিচার্স রেজিষ্ট্রেশন অ্যান্ড সাটিফিকেট অথরিটি) পাশ প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
মোট বেতন : ৩৪ হাজার ৮শ ৫০ টাকা (প্রভাষক পদে স্কেল লাভ করবেন)।
পদের নাম : প্রভাষক।
বিভাগ : বাংলা।
পদের সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অন্তত দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স, কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। সিজিপিএতে অনাসে অন্তত ২.৫০ থাকতে হবে ৪.০’র মধ্যে।
অগ্রাধিকার : এনটিআরসিএ (নন গভামেন্ট টিচার্স রেজিষ্ট্রেশন অ্যান্ড সাটিফিকেট অথরিটি) পাশ প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
মোট বেতন : ৩৪ হাজার ৮শ ৫০ টাকা (প্রভাষক পদে স্কেল লাভ করবেন)।
পদের নাম : জুনিয়র টিচার
বিষয় : অংক।
পদের সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অন্তত দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স, কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। সিজিপিএতে অনার্স-এ অন্তত ২.৫০ থাকতে হবে ৪.০’র মধ্যে।
অগ্রাধিকার : এনটিআরসিএ (নন গভামেন্ট টিচাস রেজিষ্ট্রেশন অ্যান্ড সাটিফিকেট অথরিটি) পাশ প্রাথীরা অগ্রাধিকার লাভ করবেন।
মোট বেতন : ২০ হাজার ২শ ৫০ টাকা (প্রভাষক পদে স্কেল লাভ করবেন)।
সুবিধাদি : তিনটি পদের শিক্ষকরাই তিনটি উৎসব বোনাস পাবেন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট’র কর্তৃপক্ষের সিদ্ধান্তে। স্থায়ী হলে তারা ইনসেনটিভ অ্যালাউন্স, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়িটি লাভ করবেন।
আবেদন প্রদানের নিয়ম : ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। তাতে যুক্ত করতে হবে পূণাঙ্গ সিভি, সেখানে দুই কপি সদ্য তোলা পাসপোট আকারের রঙিন ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত কপি দিতে হবে। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিতে হবে। সেগুলো ব্যাংক ড্রাফট করতে হবে ৫শ টাকার ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ বরাবরে।
শর্তাবলী : ইংরেজিতে ভালো লিখতে ও পড়তে পারতে হবে। বয়স ৩৫ বছরের বেশি হতে পারবে না। নিয়ম মেনে চাকরিরতদের আবেদন করতে হবে।
লিখিত পরীক্ষা হবে : শনিবার, ১২ মার্চ ২০২২; সকাল ১০টায়। কোনো ইন্টারভিউ কার্ড দেওয়া হবে না। টিএ/ডিএও নয়।
ওএস।