ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে ১৭ পদে নিয়োগ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম : মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ।
ঠিকানা : ১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।
ফোন : ০২-৯১৮৫১৯৬। মোবাইল : ০১৫৩১৩৮১১৪৫।
ওয়েবসাইট :www. mpsc.edu.bd|
বিশেষত্ব : জাতীয় পযায়ে দুইবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ।
আবেদনের নিয়ম : অনলাইনে www. career. mpsc.edu.bd-ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সেখানে আলাদাভাবে প্রতিটি বিভাগের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা আছে। সেটি মনোযোগ দিয়ে পূরণ করে দিতে হবে। ডাউনলোডের কোনো উপায় নেই।
গ্রহণযোগ্য হবে না: সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বলে কলেজ কতৃপক্ষ সিদ্ধান্ত প্রদান করেছেন।
আবেদনের শেষ তারিখ : ২ মাচ, ২০২২।
লিখিত পরীক্ষা : প্রাথমিকভাবে নিবাচিত প্রাথীদের কলেজ কতৃপক্ষের মাধ্যমে লিখিত পরীক্ষার জন্য বসতে হবে।
পরীক্ষার তারিখ : ৫ মাচ, ২০২২।
পদের নাম : প্রভাষক।
বিষয় : অথনীতি, রসায়ন, উদ্ভিবিজ্ঞান ও গণিত।
রসায়ন, উদ্ভিদবিজ্ঞান ও গণিতের জন্য শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে অন্তত ৪.৫ সিজিপিএ থাকতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে ৩.৫০ সিজিপিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অথনীতির জন্য শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে অন্তত ৪.০ সিজিপিএ থাকতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে ৩.২৫ সিজিপিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয় : বাংলা, ইংরেজি, গণিত, রসায়ন, পদাথবিদ্যা, সামাজিকবিজ্ঞান, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ধম ও নৈতিক শিক্ষা।
শিক্ষাগত যোগ্যতা : বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পযায়ে শিক্ষকতার জন্য সহকারী শিক্ষকের পদগুলোতে এসএসসি ও এইচএসসিতে অন্তত ৪.০ সিজিপিএ থাকতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে ৩.০ সিজিপিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয় : রসায়ন, পদাথবিদ্যা ও জীববিজ্ঞান।
শিক্ষাগত যোগ্যতা : প্রদশকের তিনটি পদে এসএসসি ও এইচএসসিতে অন্তত ৪.০ সিজিপিএ থাকতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে ৩.০ সিজিপিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অবশ্যই খেয়াল করুন : মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের এই পদগুলোতে নিবাচিত সব শিক্ষক, প্রদশক ও প্রভাষককে শিক্ষা প্রতিষ্ঠানটির ইংরেজি ভাসনে পড়ানোর যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞ ও নারী প্রাথীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
ওএস।