নর্থ সাউথ নেবে গণমাধ্যমের জন্য সহকারী পরিচালক
বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয় সহকারী পরিচালক (অ্যাসিসটেন্ট ডিরেক্টর-পাবলিক রিলেশন) গণমাধ্যম ও গণযোগাযোগ বিভাগে একজন কর্মী নিয়োগ দেবে।
কর্মযোগ্যতা :
১. লেখা-সংবাদ বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের নানা প্রকাশননা প্রকাশের জন্য, ডেস্কটপ পাবলিশিং (লেআউট সফটওয়্যার), গ্রাফিক ডিজাইনও করতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের জন্যও ইংরেজিতে লেখার যোগ্যতা থাকতে হবে। সেক্ষেত্রে লেখা প্রকাশে সহযোগিতা ও কাজ করতে হবে। বাংলা লেখা লিখতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিষয় তৈরি এবং প্রদানের কাজে সহযোগিতা ও কাজ করতে হবে।
৪. নথ সাউর্থ বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন ও বিকাশের জন্য কাজ করতে হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ব্রান্ডিং কাজে পূর্ণরূপে সহযোগিতা করতে হবে।
৫. এই ক্ষেত্রে পরিকল্পনা করায় সহযোগিতার পাশাপাশি বাস্তবায়নেও ভালোভাবে কাজ করতে হবে।
৬. পরিচালক গণযোগাযোগ বিভাগ (পাবলিক রিলেশন ডিরেক্টর)’র অধীনে কাজ করতে হবে ও সেখান থেকে এবং উচ্চতম পদগুলোর প্রদান করা কাজগুলো করতে হবে।
শিক্ষাগত ও অভিজ্ঞতা যোগ্যতা :
১. অন্তত পাঁচ বছরের এই ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
২. কলা বা সামাজিক বিজ্ঞান অনুষদের মাস্টার্স।
৩. আন্ত : ব্যক্তিক ও আন্ত : যোগাযোগের ভালো এবং কার্যকর দক্ষতা থাকতে হবে।
৪. বাংলা ও ইংরেজিতে বিশ্ববিদ্যালয়ের খবরাখবর লেখা ও সেজন্য যোগাযোগের ভালো দক্ষতা থাকতে হবে।
৫. গণমাধ্যম ও প্রয়োজনীয় ক্ষেত্রগুলোতে যোগাযোগ ও ভালো সম্পর্ক থাকতে এবং রাখতে হবে।
বয়স : ৩০ থেকে সবোচ্র্চ ৪০ বছর।
মাসে বেতন ও প্রদেয় সুবিধাদি : একটি আকর্ষনীয় বেতন প্যাকেজ, উৎসব বোনাসগুলো, দলগত ইনস্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্রাজুয়িটি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়মিত চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।
অন্য শর্তাবলী : প্রয়োজনে ছুটির দিনগুলোতে কাজের ইচ্ছে ও যোগ্যতা এবং কর্মঘন্টার পরও কাজের প্রয়োজনে থাকার মানসিকতা থাকতে হবে।
যারা আবেদন করতে পারবেন না : কোনো পাবলিক পরীক্ষার ফলাফলে তৃতীয় বিভাগ, সমমানের জিপিএ প্রাপ্তরা।
খেয়াল করুন : নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপযুক্ত প্রাথী না পাওয়া গেলে পদটি খালি রেখে কাজ চালানোর অধিকার রাখেন।
আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে : ভালো ও বাছাই কটি লেখার কপি আবেদনের সঙ্গে যোগ্যতা এবং আগ্রহ বিচারের জন্য যুক্ত করে দিতে হবে।
আবেদনের নিয়মাবলী : পূণাঙ্গ সিভি আগ্রহী ছেলে বা মেয়ে নিজের ই-মেইল ঠিকানার মাধ্যমে নিয়ম মেনে তৈরি করে, ছবিগুলো যুক্ত করে, শিক্ষাগত, কর্মযোগ্যতার সাটিফিকেটগুলো সত্যায়িত করে, শর্তাবলী পূরণ করে ২০ মার্চ, ২০২২ সালের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা : বরাবর, পরিচালক, ভর্তি বিভাগ, পদ-অ্যাসিসটেন্ট ডিরেক্টর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-১৫, ব্লক-বি, ঢাকা ১২২৯) । নর্থ সাউথ আছে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে, যমুনা ফিউচার পার্কের পেছনে, আইইউবির আগে। ই-মেইল ঠিকানা : nsuhr@northsouth.edu। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটেও দেখতে পারেন : www. northsouth.edu।
ওএস।