বাংলাদেশের সেরা বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে চাকরি

বাংলাদেশে প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় সহকারী অফিসার (অ্যাসিসটেন্ট অফিসার) পদে অ্যাডিমিশন বা ভর্তি বিভাগে রেজিষ্টার কার্যালয়ে একটি পদে যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করবে।
যারা আবেদন করতে পারবেন না : তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ প্রাপ্তরা।
বয়স : আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ২৫ থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স অথবা প্রাসঙ্গিক ক্ষেত্রে যেকোনো মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল ও শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে।
অভিজ্ঞতা ও দক্ষতা :
১. ছাত্র, ছাত্রীদের ভর্তি, ফলাফল প্রদান সংক্রান্ত নথ সাউথ বিশ্ববিদ্যালয় ও বাইরের এবং অন্যান্য ওয়েব পোর্টালগুলো পরিচালনা ও চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী, অধ্যাদেশ, আইনগুলো, মান ও নীতিমালাগুলো জানা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
২. যেকোনো বৃহৎ বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ২ থেকে তিন বছরের হাতেকলমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সে অভিজ্ঞতা সাক্ষাৎকারের আগে সিভিতে সত্যায়িত করে জমা দিতে হবে।
চাকরির আরো বিবরণ :
১. পিএইচপি (হাইপার টেক্সট প্রিপ্রসেসর-একটি সাধারণ উদ্দেশ্যে পরিচালিত স্ক্রিপ্টটিং ল্যাংগুয়েজ), সি++, জাভা, জাভা স্ক্রিপ্ট ও এক্সেল অটোমেশন’র কাজ করতে হবে।
মাসে বেতন ও প্রদেয় সুবিধাদি : একটি আকর্ষনীয় বেতন প্যাকেজ, উৎসব বোনাসগুলো, দলগত ইনস্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্রাজুয়িটি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়মিত চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।
অন্যান্য শর্তাবলী :
১. ইংরেজি ভাষায় দক্ষতা-পড়া ও লেখা এবং কথা বলা, ভালো যোগাযোগ দক্ষতা-ছাত্র, ছাত্রী; শিক্ষক ও অন্যদের সঙ্গে; আন্ত:ব্যক্তিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
২. শিফটে কাজ করার ইচ্ছে ও যোগ্যতা ছাড়াও প্রয়োজনে ছুটির দিনগুলোতে কাজের মানসিকতা থাকতে হবে।
খেয়াল করুন : নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরিকে প্রয়োজনে আবেদন পত্র গ্রহণ বা বর্জনের অধিকার রাখেন।
আবেদনের নিয়মাবলী : পূর্ণাঙ্গ সিভি আগ্রহী ছেলে বা মেয়ে নিজের ই-মেইল ঠিকানার মাধ্যমে নিয়ম মেনে তৈরি করে, ছবিগুলো যুক্ত করে, শিক্ষাগত, কর্মযোগ্যতার সার্টিফিকেটগুলো সত্যায়িত করে, সব শর্তাবলী পূরণ করে ২০ মার্চ, ২০২২ সালের মধ্যে আবেদন করতে পারেন।
আবেদন করার ঠিকানা : বরাবর, পরিচালক, ভর্তি বিভাগ, পদ-অ্যাসিসটেন্ট অফিসার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-১৫, ব্লক-বি, ঢাকা ১২২৯) । নর্থ সাউথ আছে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে, যমুনা ফিউচার পার্কের পেছনে, আইইউবির আগে। ই-মেইল ঠিকানা :nsuhr@northsouth.edu । বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও দেখতে পারেন : www. northsouth.edu।
ওএস।
