বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অফিসার হবেন?
নতুন প্রতিষ্ঠিত বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে (বিসিবি) ভিন্ন, ভিন্ন পদে অফিসার নিয়োগ করা হবে। এর অন্যতম হলো এমআইএস অফিসার (এসও-ইও), ইনফরমেশন টেকনোলজি বিভাগ।
শূণ্যপদ : নির্ধারিত নয়।
চাকরির দায়িত্ব : ব্যবসায়িক বুদ্ধিমত্তার ভালো জ্ঞান থাকতে হবে। ডাটা ম্যানেজমেন্ট ও এসকিউএল প্রয়োজনীয়। বিভিন্ন সূত্রের তথ্যের নির্যাস গ্রহণ ও এসকিউএল সার্ভারে ডাটাবেইজের ডায়াগ্রাম আকাংখিত।
বিভিন্ন বিভাগে বাংলাদেশ ব্যাংকের নিদেশনাগুলো প্রদান ইত্যাদি।
সকল স্টেকহোল্ডারকে ডাটাবেইজের অ্যাকসেস দেবার সুবিধা তৈরি করে দিতে হবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে স্ট্যাটেজিক, টেকনিক্যাল ও অপারেশনাল সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে হবে ইত্যাদি।
মেয়াদ : চাকরিটি পূর্ণ মেয়াদ ও সময়কালের।
শিক্ষাগত যোগ্যতা : কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। যেকোনো ভালো বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স তবে ব্যবসা ও বিজ্ঞান থেকে পাশ করা ছাত্র, ছাত্রীরা অগ্রাধিকার পাবেন।
অতিরিক্ত যোগ্যতা : অন্তত সাত বছরে এই খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো ব্যাংকে এমন কাজ করার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপলিকেশনগুলো পরিচালনা ও কাজ করা এবং ব্যাংকিং সফটওয়ার নিয়ে কাজের যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
কর্মএলাকা : ঢাকা।
বেতনাদি : বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আকষণীয় বেতন ও সুবিধা প্যাকেজ প্রদান করে।
আবেদনের শেষ তারিখ : ১৮ মার্চ, ২০২২।
আরো জানতে এখানে (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1031613&fcatId=2&ln=1) ক্লিক করুক।
ওএস।