শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ | ৩০ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

৪১তম বিসিএস: নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন

সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ছবি: সংগৃহীত

৪১তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ পাননি- এমন ৩ হাজার ১৬৪ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে তারা নিয়োগ পাবেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিশেষ সভায় এই পদগুলো অনুমোদন দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩-এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা হয়েছে। সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্ত অনুসরণ করা হয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, নন-ক্যাডারে নিয়োগ দিতে গত ২২ নভেম্বর ৪ হাজার ৫৩ পদের জন্য আবেদন আহ্বান করে পিএসসি। এতে আবেদন করেন আট হাজারের বেশি চাকরিপ্রার্থী।

গত ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত বা কারিগরি ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করা যায়নি। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়নি- এমন ৯ হাজার ৮২১ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করা হয়।

Header Ad

তিন মাস পর ‘গাজীপুর সাফারি পার্ক’ নামে চালু হলো সাফারি পার্ক

ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন মাস ১০ দিন বন্ধ থাকার পর নতুন নামে চালু হলো গাজীপুরের সাফারি পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তন করে এটি এখন থেকে ‘গাজীপুর সাফারি পার্ক’ নামে পরিচিত হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) পার্কটি সাময়িক সংস্কারের পর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম জানান, পর্যটন মৌসুম বিবেচনায় পার্কটি চালু করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দুর্বৃত্তদের হামলায় পার্কের মূল ফটক ভেঙে ফেলা হয়। এতে পার্কের বিভিন্ন ইভেন্টে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সেই থেকে জীববৈচিত্র্যে ভরপুর পার্কটি বন্ধ ছিল।

পুনরায় চালুর বিষয়ে রফিকুল ইসলাম বলেন, "দীর্ঘদিন বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে সীমিত পরিসরে পার্কটি চালু করা হয়েছে। আমরা আশা করছি, পর্যটন মৌসুমে এটি আবারও দর্শনার্থীদের বিনোদনে মুখরিত হয়ে উঠবে।"

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার জানান, ইজারা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত পার্কটি বন বিভাগের অধীনে পরিচালিত হবে। তিনি বলেন, "বর্তমানে এটি ‘গাজীপুর সাফারি পার্ক’ নামে পরিচালিত হবে।"

সাময়িক সংস্কার সত্ত্বেও পার্কটি দর্শনার্থীদের বিনোদন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Header Ad

দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব : লন্ডনে জামায়াত আমীর

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "প্রবাসীরা দেশে এসে ব্যবসায় বিনিয়োগ করলে আমরা তাদের পাশে থাকব এবং সবধরনের সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করব।"

বুধবার (১৩ নভেম্বর) লন্ডনের ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিবিসিসিআইয়ের সভাপতি রফিক হায়দার, এবং পরিচালনা করেন সলিসিটরের ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহ্দী।

সভায় উপস্থিত ছিলেন বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি শাহগির বখত ফারুক, ড. ওয়ালী তসর উদ্দিন, লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, এবং গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, "আমরা একটি এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণরা আপসহীনভাবে দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করবে।"

নারীদের অধিকার বিষয়ে তিনি বলেন, "বাংলাদেশে নারীরা আত্মমর্যাদার সঙ্গে কাজ করবে। পুরুষরা আট ঘণ্টা কাজ করলে, নারীদের ছয় ঘণ্টা কাজ করার সুযোগ দিতে হবে, যাতে তারা পরিবার ও সন্তানদেরও যত্ন নিতে পারেন।"

সংখ্যালঘু সম্প্রদায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন, "আমরা সবাই বাংলাদেশী, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। আমাদের লক্ষ্য একটি ইউনাইটেড বাংলাদেশ গড়ে তোলা।"

সভায় আরো বক্তব্য দেন জামায়াতের ইউরোপ মুখপাত্র ব্যারিস্টার আবু বাকার মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, বিবিসিসিআইয়ের সহ-সভাপতি আবুল হায়াৎ নুরুজ্জামান এবং ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান।

Header Ad

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ: বন্ধ প্রাইমারি স্কুল, অনলাইনে পাঠদান

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লি শীত মৌসুম শুরুর আগেই মারাত্মক বায়ুদূষণের কবলে পড়েছে। বায়ুর মান ক্রমাগত ‘খুব খারাপ’ পর্যায়ে নেমে যাওয়ায় শুক্রবার (১৫ নভেম্বর) থেকে সব প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষার্থীদের পাঠদান অনলাইনে চালু থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ভারতের রাজধানীর মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা সিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (পূর্বের টুইটার) পোস্ট করে বলেন, “নয়াদিল্লি শহরজুড়ে ঘন ধোঁয়াশার কারণে প্রাথমিক শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

দিল্লির পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদেও বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। এসব অঞ্চলে দৃশ্যমানতা কমে ৫০০ থেকে ৮০০ মিটারে নেমে এসেছে, যা যানবাহন ও বিমান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।

বায়ুদূষণের কারণে প্রতিদিন বহু মানুষ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। সমীক্ষায় দেখা গেছে, প্রতি ৭-১০টি পরিবারের মধ্যে অন্তত একজন সদস্য গলাব্যথা, কাশি, চোখে জ্বালাপোড়া এবং নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গে ভুগছেন। চিকিৎসকরা বলছেন, দীর্ঘমেয়াদে এই দূষণ শ্বাসযন্ত্রের জটিল সমস্যা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

ধোঁয়াশা কমাতে দিল্লি সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা, নির্মাণকাজ স্থগিত রাখা, এবং রাস্তা ভেজাতে নিয়মিত পানি ছিটানোর মতো কার্যক্রম শুরু হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে দিল্লির পরিবেশ ও জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সূত্র: ইন্ডিয়া টুডে।

Header Ad

সর্বশেষ সংবাদ

তিন মাস পর ‘গাজীপুর সাফারি পার্ক’ নামে চালু হলো সাফারি পার্ক
দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব : লন্ডনে জামায়াত আমীর
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ: বন্ধ প্রাইমারি স্কুল, অনলাইনে পাঠদান
ঢাবি ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানাল ছাত্রশিবির
গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় আরো ৪৫ জন নিহত
জুলাই বিপ্লবের ১০০তম দিন আজ, দিনব্যাপী নানা আয়োজন
মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ
কৃতকর্মে নেই অনুশোচনা, ক্ষমতা হারানোকে ষড়যন্ত্র হিসেবে দেখছে আওয়ামী লীগ
হালাল অর্থনীতির বিকাশে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইন্দোনেশিয়ার
আজীবন ফ্রি চিকিৎসাসেবা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা
টাঙ্গাইলে যুবলীগ নেতাসহ ৩ জন গ্রেফতার
এক কর্মস্থলে ৩ বছর হলেই বদলি, পরিপত্র জারি
৩১ দফা নিয়ে নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়
বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই: আসিফ নজরুল
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের নামে ৩ স্টেডিয়ামের নামকরণ
শিল্পপতিকে হত্যার পর ৭ টুকরো করে লেকে ফেলে দেন পরকীয়া প্রেমিকা
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু
আগামীতে আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র থাকবে না: তারেক রহমান
বঙ্গবন্ধু নাম পাল্টে নওগাঁ বিশ্ববিদ্যালয় লেখা সাইনবোর্ড টানালেন শিক্ষার্থীরা