৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়তে পারে
৪৪তম বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হতে পারে। এ আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সংবাদ মাধ্যমকে জানান, ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা বৃদ্ধির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে পেয়েছেন। তাতে আবেদনের সময়সীমা এক মাস বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্তই নেওয়া হবে। খুব শিগগির এ ব্যাপারে জানানো হবে বলে তিনি জানান।
করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। একইসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিত করায় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীর ৪৪তম বিসিএসে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা বাড়ানোর দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।
গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে আবেদনের শেষ সময় নির্ধারণ করা আছে আগামী ৩১ জানুয়ারি।
৪৪তম বিসিএস হবে সাধারণ (জেনারেল)। এ বিসিএসে নেওয়া হবে ১ হাজার ৭১০ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন, প্রশাসন ক্যাডারে ২৫০, পুলিশে ৫০, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা-হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) পদে ৩০ নিয়োগ দেয়া হবে।
এপি/