খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ১৩৭৭টি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি তাদের ২২ ক্যাটাগরির পদে ১৩৭৭ জনকে নিয়োগ দেবে। ১৩ থেকে ১৯তম গ্রেডভুক্ত এসব পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদ: উপ-খাদ্য পরিদর্শক
পদসংখ্যা ও গ্রেড: ৩৫৬টি (গ্রেড-১৩)
যোগ্যতা: স্নাতক বা সমমান
পদ: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৩)
যোগ্যতা: স্নাতক বা সমমান। সাঁটলিপিতে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
পদ: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ১১টি (গ্রেড-১৪)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
পদ: উচ্চমান সহকারী
পদসংখ্যা ও গ্রেড: ৪টি (গ্রেড-১৪)
যোগ্যতা: স্নাতক বা সমমান।
পদ: মেকানিক্যাল ফোরম্যান
পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৪)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং দুই বছরের অভিজ্ঞতা।
পদ: ইলেকট্রিক্যাল ফোরম্যান
পদসংখ্যা ও গ্রেড: ২টি (গ্রেড-১৪)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। ইলেকট্রিক্যাল হাউসওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্যান্স বা মেইনটেন্যান্স অব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিকস ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং দুই বছরের অভিজ্ঞতা।
পদ: ল্যাবরেটরি টেকনিশিয়ান
পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৪)
যোগ্যতা: রসায়ন বিষয়সহ স্নাতক বা সমমান।
পদ: সহকারী উপ-খাদ্য পরিদর্শক
পদসংখ্যা ও গ্রেড: ২২২টি (গ্রেড-১৫)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।
পদ: অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ১৭টি (গ্রেড-১৫)
যোগ্যতা: বিজ্ঞান শাখার স্নাতক (পাস) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর অভিজ্ঞতা।
পদ: সহকারী ফোরম্যান
পদসংখ্যা ও গ্রেড: ৩টি (গ্রেড-১৫)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিকস বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা।
পদ: মিলরাইট
পদসংখ্যা ও গ্রেড: ৫টি (গ্রেড-১৫)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। অটো মেকানিকস বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিকস বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিকস বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা।
পদ: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা ও গ্রেড: ১০টি (গ্রেড-১৫)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। বৈদ্যুতিক ‘খ’ ও ‘গ’ শ্রেণির কারিগরি পারমিট/লাইসেন্স; সাধারণ ও বিশেষায়িত বৈদ্যুতিক কাজে দুই বছরের অভিজ্ঞতা।
পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা ও গ্রেড: ৩৪৬টি (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
পদ: ল্যাবরেটরি সহকারী
পদসংখ্যা ও গ্রেড: ২টি (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।
পদ: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ৬৮টি (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ৩০ শব্দ ও ইংরেজিতে ৪০ শব্দ।
পদ: সহকারী অপারেটর
পদসংখ্যা ও গ্রেড: ৩৩টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ভোকেশনাল)।
পদ: স্টেভেডর সরদার
পদসংখ্যা ও গ্রেড: ৬টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ভোকেশনাল)।
পদ: ভেহিকল মেকানিক
পদসংখ্যা ও গ্রেড: ৯টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোকেশনাল) এবং মেকানিক্যাল কাজে দুই বছরের অভিজ্ঞতা।
পদ: সহকারী মিলরাইট
পদসংখ্যা ও গ্রেড: ৬টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোকেশনাল) এবং মেকানিক্যাল কাজে দুই বছরের অভিজ্ঞতা।
পদ: মিল অপারেটিভ
পদসংখ্যা ও গ্রেড: ১১৭টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোকেশনাল) এবং দুই বছরের অভিজ্ঞতা।
পদ: সাইলো অপারেটিভ
পদসংখ্যা ও গ্রেড: ১৪৪টি (গ্রেড-১৬)
যোগ্যতা: জেনারেল মেকানিকস বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোকেশনাল) এবং দুই বছরের অভিজ্ঞতা।
পদ: স্প্রেম্যান
পদসংখ্যা ও গ্রেড: ৭টি (গ্রেড-১৯)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান এবং শারীরিকভাবে সক্ষম। তবে গোপালগঞ্জ, মাদারীপুর, রাঙামাটি ও নড়াইল জেলার প্রার্থীদের স্প্রেম্যান পদে আবেদন করার প্রয়োজন নেই।
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩); ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪); ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫); ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬); ও ৮৫০০-২০৫৭০ টাকা (গ্রেড-১৯)।
বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদন ফি: ১ থেকে ২১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২২ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা আবেদন দাখিলের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে এই সময়সীমার মধ্যে ইউজার আইডি পেয়েছেন—এমন প্রার্থীরা অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি জমা দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদনের প্রক্রিয়া: নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহীরা ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবেন। নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি https://www.dgfood.gov.bd/ দেখুন।
আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ১২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০টায় শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১১ অক্টোবর বিকেল ৫টা।