১০ পদে মাউশির চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ৯২৬
মাউশির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টি পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন মোট ৯২৬ জন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন বিভিন্ন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শূন্য পদে সরাসরি কর্মচারী নিয়োগের লক্ষ্যে বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ ও সুপারিশ কর্তৃপক্ষের অনুমোদনে ১০টি পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
পদগুলো হলো—সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার/স্টোরকিপার, হিসাব সহকারী, ক্যাশিয়ার, স্টোরকিপার, মেকানিক কাম ইলেকট্রিশিয়ান ও গাড়িচালক।
নিয়োগ আদেশ শিগগির মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিশেষ কোটায় নির্বাচিত প্রার্থীদের সব সনদ যাচাই করে নিয়োগপত্র প্রদান করা হবে।
নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে নিচের লিংকে