সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

২৫ হাজার বেতনে হক গ্রুপে চাকরি

মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে হক গ্রুপ। এ বিষয়ে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: মার্কেটিং অফিসার

পদের সংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা: এমএস অফিসের কাজে পারদর্শী হতে হবে। ইমেইল যোগাযোগে দক্ষ হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন: মাসিক বেতন ২০,০০০-২৫,০০০ টাকা। দুই উৎসব ভাতা, ইনক্রিমেন্ট, করপোরেট মোবাইল বিল, ইনসেনটিভসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন করা যাবে যেভাবে: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ২৮ জুন, ২০২৩

আরএ/

Header Ad
Header Ad

বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত- ২

ছবিঃ ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

সোমবার (৩ জানুয়ারি) রাত আনুঃ ১টার দিকে বিরামপুর - ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

পুলিশ ও স্থানীয় মতিয়ার রহমান ও আজিবর রহমান নামে দুই ব্যক্তি জানান, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে বিরামপুরের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় ট্রাকের হেলপারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

নিহতরা হলেন- ট্রাকের চালক মাহবুবুর রহমান(৩১) ও হেলপার আরিফ হোসেন। তাদের উভয়ের বাড়ি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামে ।

তিনি আরও জানান, স্থানীয় পুলিশের সহযোগিতায় রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরানো হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Header Ad
Header Ad

বাঁচা-মরার ম্যাচে রাসেল, টিম ডেভিড, ভিন্সদের নিয়ে ব্যাটিংয়ে রংপুর

বাঁচা-মরার ম্যাচে রাসেল, টিম ডেভিড, ভিন্সদের নিয়ে ব্যাটিংয়ে রংপুর। ছবি: সংগৃহীত

টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। অথচ সেই দলটা পরের চার ম্যাচে একটা ম্যাচও জিততে পারেনি। যার মাশুল গুনতে হচ্ছে তাদের। ফাইনালে ওঠার রাস্তাটা কঠিন হয়ে গেছে নুরুল হাসান সোহানের দলের জন্য।

এলিমিনেটর রাউন্ডে খেলতে হচ্ছে তাদের। অর্থাৎ হারলেই দ্বিতীয় সুযোগ মিলবে না আর। তাই এই ম্যাচের আগে টি-টোয়েন্টির বড় তারকাদের দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে রংপুর। এলিমিনেটর পর্বে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্সও আছে দারুণ ফর্মে। রংপুরকে টেক্কা দিতে তারাও বাড়িয়েছে শক্তি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে রংপুর।

রংপুর দলে ভিড়িয়েছে আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডের মতো তারকাদের। ছবি: সংগৃহীত

এলিমিনেটর পর্বে মাঠে নামার আগে রংপুর দলে ভিড়িয়েছে আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডের মতো তারকাদের। খুলনাও কম কীসে! তারাও দলে ভিড়িয়েছে শিমরন হেটমেয়ার এবং জেসন হোল্ডারের মতো তারিকাকে। তাই বলা যায় এলিমিনেটর রাউন্ডে সেয়ানে সেয়ানে টক্কর হতে যাচ্ছে।

এদিন সকালেই ঢাকায় এসে পৌঁছেন ডেভিড, রাসেল, ভিন্স। এসেই দলের সঙ্গে যোগ দেয়া এই তিন তারকা প্রত্যাশা অনুযায়ী একাদশে জায়গা পেয়েছেন। খুলনাও তাদের দুই নতুন বিদেশি হেটমেয়ার এবং হোল্ডারকে একাদশে রেখেছে।

রংপুর রাইডার্সের একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, জেমস ভিন্স, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান (অধিনায়ক), টিম ডেভিড, নাহিদ রানা, রাকিবুল হাসান, সাইফ উদ্দিন, আন্দ্রে রাসেল এবং আকিফ জাভেদ।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মেয়ের ছবি বিকৃত করে প্রচার  

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের পরিবারের বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে তার মেয়েরও তিনটি ছবি রয়েছে। এগুলোর মধ্যে দুটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিগুলো তার যুক্তরাষ্ট্রে অবস্থানকালের।

তবে প্রচারিত এসব ছবি প্রেস সচিবের মেয়ের নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের যুক্তরাষ্ট্রে অবস্থানকালের ছবি দাবিতে ভাইরাল ছবিগুলো মূলত এডিট করে তৈরি। মূল ছবিগুলো মিয়া খলিফা নামে এক পর্ণ তারকার।

রিভার্স ইমেজ সার্চে ভাইরাল ছবি দুটির একটি খুঁজে পাওয়া যায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের ওয়েবসাইটে। ২০২২ সালের ১ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনটি ছিল পর্ণ তারকা মিয়া খলিফার মৃত্যুর গুজব নিয়ে। প্রতিবেদনটিতে পাওয়া এ ছবির সঙ্গে প্রেস সচিবের মেয়ের দাবিতে ভাইরাল ছবিটির মিল রয়েছে।

পরে একই পদ্ধতিতে ছবিটি খুঁজে পাওয়া যায় ই-কমার্স কোম্পানি অ্যামাজন ও ফ্লিপকার্টের ওয়েবসাইটে। ওয়েবসাইট দুটিতেই ছবিটি মিয়া খলিফার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। এগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি ওয়েবসাইটে ছবিটি মিয়া খলিফার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এসব তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, প্রেস সচিবের মেয়ের ছবি দাবিতে ভাইরাল ছবিটি প্রকৃতপক্ষে মিয়া খলিফার। তার ছবি সম্পাদনা করে তাতে প্রেস সচিবের মেয়ের মুখাবয়ব বসিয়ে দেওয়া হয়েছে।

তথ্যের সত্যতা যাচাইকারী সংস্থাটি জানায়, রিভার্স ইমেজ সার্চে প্রেস সচিবের মেয়ে দাবিতে দ্বিতীয় ছবিটি পাওয়া যায় পেরু থেকে পরিচালিত স্প্যানিশ ভাষার একটি নিউজ পোর্টালে। ‘এল পপুলার (el popular)’ নামের ওয়েবসাইটটিতে ২০১৭ সালের ৩০ মার্চ মিয়া খলিফাকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ছবিটি মিয়া খলিফার।

একই ছবি পাওয়া যায় পেরুর আরেকটি সংবাদমাধ্যম লা রিপাবলিকা, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাতে প্রকাশিত প্রতিবেদনেও। এ প্রতিবেদনগুলোতেও ছবিটি মিয়া খলিফার বলে উল্লেখ করা হয়েছে।

ফলে এটিও নিশ্চিত যে প্রেস সচিবের মেয়ের ছবি দাবিতে ভাইরাল ছবিটি প্রকৃতপক্ষে মিয়া খলিফার। তার ছবি এডিট করে তাতে প্রেস সচিবের মেয়ের মুখাবয়ব বসিয়ে ভুল ও মিথ্যা প্রচার করা হচ্ছে।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ প্রেস সচিবের মেয়ের যুক্তরাষ্ট্রে অবস্থানকালের ছবি দাবিতে ভাইরাল ছবিগুলোকে ‘বিকৃত’ হিসেবে সাব্যস্ত করছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত- ২
বাঁচা-মরার ম্যাচে রাসেল, টিম ডেভিড, ভিন্সদের নিয়ে ব্যাটিংয়ে রংপুর
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মেয়ের ছবি বিকৃত করে প্রচার  
বাংলাদেশের ‌‘গুম জননী’ শেখ হাসিনা: প্রেস সচিব
নওগাঁয় মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
‘আমি কোনো দুর্নীতি করিনি’ বলে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন কামাল মজুমদার
হাসিনা বিনের জন্য প্রকাশনাকে ধন্যবাদ দিলো ক্রীড়া উপদেষ্টা  
সাবেক বিচারপতি মানিক, সালমানসহ ৬ জন রিমান্ডে
যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
স্বামীর কিডনি বিক্রির অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, ডিভোর্সের হুমকি
আপনাদের জন্য কিছু করলে এ সরকারই করবে: হাসনাত আবদুল্লাহ
কুড়িগ্রামের রাজিবপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
শেখ হাসিনার নামে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া দরকার: বাণিজ্য উপদেষ্টা
ঢাকায় স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে ধর্ষণ’, রিকশায় করে লাশ ফেলা হয় হাতিরঝিলে
টুঙ্গিপাড়ায় পুলিশ-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৮  
সড়ক ছেড়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, পরবর্তী কর্মসূচি রাত ১১টায়  
যশোর সীমান্তে মালিকবিহীন ২৩ লাখ টাকার মাদকদ্রব্য আটক
জুলাই আহতদের আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান, বৃদ্ধকে গণপিটুনি    
জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ