ফ্রান্স ভিত্তিক সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ৮০ হাজার
ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে অনলাইনে আপবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: আইএম ম্যানেজার
পদের সংখ্যা: নির্ধারিত না
আবেদন যোগ্যতা: আইটি সফটওয়্যার, জিআইএস, ডেটা অ্যানালাইসিসে বিএসসি ডিগ্রি থাকতে হবে। আইটি সফটওয়্যার, জিআইএসে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো।
অভিজ্ঞতা: কোনো মানবাধিকার বা উন্নয়ন সংস্থায় সমপদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে।
কাজের ধরন: চুক্তিভিত্তিক। কাজ করতে হবে কক্সবাজারে।
বেতন: ১,১৫,০০০-১,১৮,০০০ টাকা (মাসিক)।
আবেদন করবেন যেভাবে: নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পেতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্রের সঙ্গে কাভার লেটার, তিনটি রেফারেন্সসহ সিভি actedbgd.hr2@gmail.com এই ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে ‘Application for Project Manager’ লিখতে হবে।
আবেদনের সময়সীমা: ১১ জানুয়ারি ২০২৩
আরএ/