১৪টি পদে প্রভাষক নেবে সাভারের অ্যালাইড রেসিডেনশিয়াল কলেজ
কলেজের নাম নাম : অ্যালাইড রেসিডেনশিয়াল কলেজ।
১. পদের নাম : প্রভাষক।
বিভাগের নাম : বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আইসিটি।
মোট বিভাগের সংখ্যা : ১৪টি।
বিশেষ সুবিধা : আবাসনের ব্যবস্থা রয়েছে। আবাসিক প্রভাষকদের আবাসন ও খাবার খরচ প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে নিজ নিজ বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণীর গ্রেড পয়েন্টে এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্স পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : বিএড বা এমএড ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নচেৎ নির্দিষ্ট সময়ের মধ্যে ডিগ্রি লাভ করতে হবে।
উল্লেখ্য : ফলাফলের ভিত্তিতে প্রভাষক পদে বিষয় অনুসারে নিয়োগ প্রদান করা হবে। ফলে তুলনামূলক ভালো ছাত্র বা ছাত্রীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীকে সৎ, আন্তরিক, পরিশ্রমী ও ছাত্রবান্ধব এবং সহ-শিক্ষা কার্যক্রমে উৎসাহী হতে হবে।
বেতন, ভাতা : কলেজের নিয়মে সরকারের নির্দেশানুসারে বেতন ও ভাতাদি প্রদান করা হবে। এছাড়াও পদানুসারে কলেজের সকল সুবিধা প্রাপ্য হবেন।
আবেদন করবেন : শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ আবেদন করবেন ইংরেজিতে। নিজের হাতে লেখা আবেদনের সঙ্গে এক কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি প্রদান করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিটেক প্রদান করতে হবে। ভোটার আইডি কার্ড, উপজেলা বা ইউনিয়ন অথবা পৌরসভা বা সিটি করপোরেশনের মেয়র কার্যালয় থেকে চারিত্রিক সনদ সংগ্রহ করে সত্যায়িত আকারে প্রদান করতে হবে। কোনো সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করলে সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। যাদের শিক্ষকতায় অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তাদের বর্ধিত বেতন প্রদান করা হবে।
আবেদনের ঠিকানা : বরাবর, ব্যবস্থাপনা পরিচালক, অ্যালাইড রেসিডেনশিয়াল কলেজ, বি-২, রেডিও কলোনী, সাভার, ঢাকা। ফেরৎ খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে। চাইলে হাতে, হাতেও কলেজ সময়কালের মধ্যে আবেদন জমা দিতে পারেন ফেরৎ খামের মাধ্যমে।
প্রয়োজনে যোগাযোগ : ০১৭১৭০৭৪৮৫০।
আবেদনের শেষ তারিখ : ২৬ নভেম্বর, ২০২২, অফিস চলাকালে।
ওএফএস।