গণ কল্যাণ ট্রাস্ট নেবে ক্রেডিট অফিসার
এনজিও’র নাম : গণ কল্যাণ ট্রাস্ট।
ঠিকানা : ১০-১, ড. অমর্ত্য সেন সড়ক, পূব দাশড়া, মানিকগঞ্জ-১৮০০।
নিয়োগ প্রদান করা হবে : বেসরকারী উন্নয়ন সংস্থার জেলা ও উপজেলাগুলোতে ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রমে।
পদের নাম : ক্রেডিট অফিসার।
পদের সংখ্যা : অনুল্লেখ্য তবে বেশ।
বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
উল্লেখ্য : ছাত্র, ছাত্রীদের আবেদনের প্রয়োজন নেই এবং অভিজ্ঞ প্রার্থীদের বয়স যোগ্যতা শিথিল করা হবে। আগ্রহী প্রাথীদের সমাজ উন্নয়ন, নারীবান্ধব ও সৎ এবং কর্মঠ হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্তত অনার্স পাশ। তবে মাস্টার্স থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বেসরকারী উন্নয়ন সংস্থার চাকরিতে এডুকেশন, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, অর্থনীতি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাজিড বিষয়গুলোতে অনার্স ও মাস্টাস পাশ হলে নিয়োগ প্রদানে প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও এই নিয়োগে এবং এনজিও’র নিয়মে নারী প্রার্থী হলে অগ্রাধিকার প্রদান করা হবে।
কমযোগ্যতা : ফ্রেশ অনার্স ও মাস্টার্স পাশ। তবে শিক্ষাজীবনে কোনো সমাজ উন্নয়ন কমকাণ্ডে যুক্ত থাকলে বা কোনো সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করলে ভালো।
আবেদনের নিয়ম : একটি পর্মে আবেদন করতে হবে ইংরেজিতে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আবেদনের সঙ্গে দুই কপি পাসপোট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সকল তথ্য প্রদান করতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কানো সমাজ উন্নয়ন কমকাণ্ডে যুক্ত থাকলে বা কোনো সহ-শিক্ষা কাযক্রমে অংশগ্রহণ করলে উল্লেখ করতে হবে এবং সার্টিফিকেট বা রেফারেন্স প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ওয়াড কাউন্সিলর বা ইউনিয়ন বা উপজেলা চেয়ারম্যান বা পৌরসভার মেয়রের সত্যায়িত নাগরিকত্বের সনদ যুক্ত করতে হবে। আবেদনের সঙ্গে নিজের মোবাইল, মেইল আইডি প্রদান করতে হবে। নারী প্রার্থীদের স্বামী বা পিতার নাম উল্লেখ এবং পূর্ণ বিস্তারিত প্রদান করতে হবে।
কর্মযোগ্যতা : কোনো স্বেচ্ছাসেবী বা এনজিও বা অন্য কোনো কর্মে, বিশেষত অ্যাকাউন্টস বা সংশ্লিষ্ট বিভাগে কাজ করলে এই নিয়োগে অগ্রাধিকার লাভ করবেন এবং প্রয়োজনীয় সাটিফিকেট অবশ্যই প্রদান করতে হবে।
জামানত : ২০ হাজার টাকার নির্দিষ্ট সময়ান্তে ফেরৎযোগ্য জামানত প্রদান করতে হবে চাকরি পাওয়ার পর।
রেজিস্ট্রেশন ফি : লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ফি ১শ টাকা অফেরৎযোগ্য জামানত প্রদান করতে হবে।
বেতন : শিক্ষানবীশ কালে বেতন হবে সাকুল্যে ১৫ হাজার টাকা।
স্থায়ীকরণের পর বেতন : ২০ হাজার টাকা মাসে জনপ্রতি বেতন প্রদান করা হবে।
সুবিধাদি : স্থায়ী চাকরিতে পদানুসারে গণ কল্যাণ ট্রাস্টের নিয়মানুসারে সকল সুবিধা প্রাপ্য হবেন। এর মধ্যে স্ববেতনে ছয়মাসের মাতৃত্বকালীন ছুটি, গ্রাচুয়িটি, পিএফ, বছরে দুটি ঈদের বোনাস, বৈশাখী ভাতা, কর্ম-এলাকায় বিনা খরচে আবাসনের সুবিধা প্রদান করা হবে। এছাড়াও চিকিৎসা, বিনোদন, বাৎসরিক ইনক্রিমেন্ট ইত্যাদি নিয়মানুসারে ভাতাদি প্রাপ্য হবেন।
কর্মদক্ষতা : মেইল আদান, প্রদান, ইংরেজিতে টাইপিং এবং নিজের মোটর সাইকেল চালানোর দক্ষতা (চাকরি লাভের পর) থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ নভেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনের ঠিকানা : আবেদন করতে হবে প্রধান কার্যালয় বরাবর, ঠিকানা হলো : গণ কল্যাণ ট্রাস্ট, ১০-১, ড. অমর্ত্য সেন সড়ক, পূব দাশড়া, মানিকগঞ্জ-১৮০০ (সাবেক ১০১, গালস স্কুল সড়ক বা নগর ভবন সড়ক)। আবেদন করবেন নিবার্হী পরিচালক বরাবর। প্রয়োজনে ফোন করতে পারেন : ৯১১৫৭৪৭, ৮১২৩১০২।
ঢাকা অফিসের মাধ্যমেও চাইলে হাতে হাতে ফেরৎ খামে পদের নাম, মেইল ও মোবাইল নম্বর প্রদান করে আবেদন করতে পারেন-শ্যামলী, রিং রোড, ১৯-২০ আদর্শ ছায়ানীড় হাউজিং সোসাইটি, ঢাকা-১২০৭, গণ কল্যাণ ট্রাস্ট।
ওয়েবসাইট : http://gktbd.org/.
ওএফএস।