ঢাকার ধানমন্ডির নিউ মডেল কলেজ নেবে ট্যুরিজমে দুই প্রভাষক
কলেজের নাম : নিউ মডেল ডিগ্রি কলেজ।
ঠিকানা : ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের উল্টোদিকে, শুক্রাবাদ, রাসেল স্কয়ার।
পদের নাম : প্রভাষক।
বিভাগের নাম : ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম)।
পদের সংখ্যা : দুটি।
নিয়োগ প্রদান করা হবে : কলেজ সৃষ্ট পদে।
শিক্ষাগত যোগ্যতা : ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইউ), ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), প্রাইম-এশিয়া ইউনিভার্সিটি (পিএইউ), ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইউবি), সাউদার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ (এসইউবি), লিডিং ইউনিভার্সিটি ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিআইইউ) থেকে অনার্স ও মাস্টার্স। শিক্ষাগত যোগ্যতার যারা সবচেয়ে ভালো, তাদের নিয়োগ প্রদান করা হবে।
উল্লেখ্য : শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় গ্রেডের সিজিপিএ ও জিপিএ গ্রহণযোগ্য নয়। শিক্ষাজীবনে সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করলে আলাদাভাবে উল্লেখ করতে হবে ও প্রভাষক পদে নিয়োগ দানে অগ্রাধিকার প্রাপ্য হবেন।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে সব শিক্ষাগত ও সহ-শিক্ষা কার্যক্রম (থেকে থাকলে) বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত ও সহশিক্ষা কার্যক্রম (থেকে থাকলে)’র সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। আন্তরিক, সৎ, ছাত্রবান্ধব ও বিভাগীয় পদে আগ্রহীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন করবেন : নিয়মানুসারে ফেরত খামে হাতে, হাতে বা ডাকে বরাবর, অধ্যক্ষ মহোদয়, নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা-১২০৭, ধানমন্ডি ৩২ নম্বরের উল্টোদিকে, শুক্রাবাদ, রাসেল স্কয়ার এই ঠিকানায় প্রেরণ করতে হবে। খামের ওপর নিজের নাম, পদ, মোবাইল ও মেইল আইডি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৪ নভেম্বর, ২০২২, অফিস সময়ের মধ্যে।
বেতন, ভাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেতন, ভাতাদি প্রদান করা হবে।
প্রয়োজনে যোগাযোগ : principalnmdc@gmail.com, https://newmodelcollege.edu.bd, ০১৩০৯১০৮২৫০।
ওএফএস।