শক্তি ফাউন্ডেশন নেবে ৩৩ জন ট্রেইনি অফিসার
এনজিও’র নাম : শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভানটেজড উইমেন।
পদের নাম : ট্রেইনি অফিসার।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে যেকোনো ভালো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত অনার্স। তবে মাস্টার্স হলে ভালো। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, এডুকেশন, অর্থনীতি ইত্যাদি এনজিও সংশ্লিষ্ট বিষয়ে পাশ করলে আবেদনে অগ্রাধিকার লাভ করবেন।
কর্মঅভিজ্ঞতা : প্রয়োজনীয় নয়। তবে থেকে থাকলে উল্লেখ করতে হবে ও সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। শিক্ষাজীবনে কোনো সামাজিক সংগঠন ও কোনো ধরণের সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করলে আবেদনে উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় রেফারেন্স বা সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে।
পদের সংখ্যা : ৩৩টি।
বেতন, ভাতা-প্রশিক্ষণকালে : সাকুল্যে ১৫ হাজার টাকা। তবে এর মধ্যে মাতৃত্বকালী, চিকিৎসা, মোবাইল বিল ও যাতায়াত খরচ আছে।
স্থায়ীকরণের পর বেতন : ২৩ হাজার টাকা সাকুল্যে। প্রতিষ্ঠানের নিয়মানুসারে মাতৃত্বকালীন ভাতা, চিকিৎসা ভাতা, গ্রাচুয়িটি, মোবাইল বিল, আবাসন ভাতা ইত্যাদি সকল ভাতাদি নিয়মানুসারে প্রদেয় হবে। এই ভাতাগুলোর মধ্যে দূরত্ব ভাতা মাসে (মোটর সাইকেল নির্দিষ্ট সময়ের মধ্যে চালাতে না পারলে) মাসে দূরত্ব ভাতা সাড়ে সাতশ থেকে ২৫শ টাকা দেওয়া হবে। নিজের ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে হবে। ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা আছে সমতার ভিত্তিতে। স্বাস্থ্য সুবিধা আছে। পুরুষ কর্মীদের সাতদিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। শিক্ষা ও মেধাবৃত্তি আছে সন্তানদের জন্য।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন করতে হবে ইংরেজিতে। দুুই কপি সদ্যতোলা পাসপোর্ট আকারের ছবি দিতে হবে সত্যায়িত আকারে। সব শিক্ষাগত যোগ্যতা নিয়মানুসারে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কোনো সহ-শিক্ষা বা স্বেচ্ছাসেবামূলক কাজে কোনো ধরণের অংশগ্রহণ থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেট বা রেফারেন্স প্রদান করতে হবে। চাকরি করলে যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য প্রদান করতে হবে। পারলে সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে নচেৎ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
অগ্রাধিকার : নারী প্রার্থীরা আবেদনে অগ্রাধিকার লাভ করবেন। তাদের ক্ষেত্রে পিতা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে। তবে যোগ্য পুরুষরাও আবেদন করতে পারবেন। লিঙ্গ ও কর্মসমতায় বিশ্বাসী শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভানটেজড উইমেন।
প্রার্থীদের জেলা : শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভানটেজড উইমেন-চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগে কার্যক্রম আরো সম্প্রসারিত করতে জেলাগুলোর প্রাথীদের আবেদনের জন্য অনুরোধ করছে। তবে সব জেলার প্রার্থীরা প্রধানত যোগ্য নারী আবেদনের যোগ্য।
নিয়োগ প্রদান করা হবে : ক্ষুদ্রঋণ ও সঞ্চয় এবং হেলথ প্রগ্রামে।
অন্যান্য সুবিধা : সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এবং অনগ্রসর অঞ্চলে চাকরি করলে ১৫শ থেকে ২৫ হাজার টাকা করে মাসে জনপ্রতি অঞ্চল ভাতাটি প্রদান করা হবে।
আবেদন করবেন না : ছাত্র, ছাত্রীরা।
কম্পিউটার অগ্রাধিকার : কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপ, অনলাইন সার্চিং পারতে হবে।
আবেদন করবেন : পদের নাম লিখে মোবাইল ও মেইল ঠিকানা দিয়ে বরাবর সিনিয়র ডিরেক্টর, এইচআর বিভাগ, শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভানটেজড উইমেন, সেকশন-১১, ব্লক-এ, রোড-১, পল্লবী, মিরপুর, ঢাকা ১২১৬-এই ঠিকানায় ফেরত খামে আবেদন করতে হবে। চাইলে হাতে, হাতে আবেদন করতে পারেন।
আবদনের শেষ তারিখ : ২০ নভেম্বর, ২০২২, অফিস সময়ের মধ্যে।
জামানত : ফেরৎযোগ্য জামানত চাকরির শুরুতে ১৫ হাজার টাকা দিতে হবে।
ওয়েবসাইট : https://www.shakti.org.bd.
ফেসবুক : https://www.facebook.com/SFDWbd.
প্রয়োজনে ফোন করতে পারেন : ০১৮১৯৮৫০১৪৮।
ওএফএস।