বাংলাদেশ ব্যাংক মুখ্য আইন কর্মকর্তা নিয়োগ করবে
কেন্দ্রীয় ব্যাংকের নাম : বাংলাদেশ ব্যাংক।
১. পদের নাম : মুখ্য আইন কর্মকর্তা।
পদের সংখ্যা : একটি।
নিয়োগের ধরণ : চুক্তিভিত্তিক।
নিয়োগ দেওয়া হবে : তিন বছর মেয়াদে।
আবেদন করবেন : বাংলাদেশের নাগরিকরা।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীতে এলএলবি পাশ। শিক্ষাজীবনের কোথাও কোনো তৃতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
অগ্রাধিকার : অবেদনের শর্তে অতিরিক্ত যোগ্য ও কমদক্ষ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। প্রার্থীকে ইংরেজিতে পারদর্শী হতে হবে।
কর্মঅভিজ্ঞতা : ভালো আইনজীবি হিসেবে অন্তত ২৫ বছরের ব্যাংকিং খাতে কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং আইন বিষয়ে অত্যন্ত পারদর্শীতা আবশ্যক।
কার্যপরিধি : আবেদনকারীর বিস্তারিত শিক্ষা ও কর্মযোগ্যতা এবং অভিজ্ঞতার তথ্যের tor এই ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েব সাইটে পাওয়া যাবে।
ওয়েব সাইটের ঠিকানা : erecuitment.bd.org.bd.
মাসে সম্মানী : উপযুক্ত প্রার্থীকে ভালো ও আকর্ষণীয় সম্মানী এবং বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুসারে সকল সুবিধাও প্রদান করা হবে। নিয়োগের বেতন ভাতা ও সুবিধাদি আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
নির্বাচনী প্রক্রিয়া : আবেদনের প্রেক্ষিতে উপযুক্ত প্রার্থীদের বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকার মাধ্যমে ব্যাংকের নির্বাচনী কমিটির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।
উল্লেখ্য : আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
আবেদনের প্রক্রিয়া : ইংরেজিতে পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, কর্মঅভিজ্ঞতা, প্রশিক্ষণ, আইনী ব্যাংকিং পেশার সকল বিবরণী বাংলাদেশ ব্যাংকের tor এর আলোকে তৈরি করতে হবে। আবেদনপত্রের সঙ্গে তিন কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করতে হবে। সকল শিক্ষাগত, পেশাগত ও কম এবং প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি করপোরেশনের কাউন্সিলর বা পৌরসভার মেয়রের জাতীয়তার সনদ সত্যায়িত আকারে প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত অনুলিপি প্রদান করতে হবে।
আবেদন করবেন : বরাবর, জনাব গোলাম মোস্তফা, পরিচালক মহোদয়, হিউম্যান রিসোস ডিপাটমেন্ট (এইচআরডি)-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ৬ষ্ঠ তলা, ঢাকা-এই ঠিকানায় সরাসরি খামের মাধ্যমে জমা দিতে হবে। খামের ওপর নাম, পদ, মোবাইল ও মেইল ঠিকানা প্রদান করতে হবে। এই ঠিকানায় ডাকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ : ৪ অক্টোবর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনে যোগাযোগ : জনাব গোলাম মোস্তফা, এইচআরডি-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, অফিস টেলিফোন : +৮৮০-২-৯৫৩০৪৯২।
ওএফএস।