ব্রাঞ্চ ম্যানেজার, ফিল্ড হিসাবরক্ষক নেবে ডিএফইডি
এনজিও’র নাম : ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)।
কর্মএলাকা : ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরগুনা ও ফেনী জেলা।
১. পদের নাম : ব্রাঞ্চ ম্যানেজার। নিয়োগ দেওয়া হবে : উল্লেখযোগ্য পদে।
জামানত : ১০ হাজার টাকার ফেরৎযোগ্য জামানত প্রদান করতে হবে। এই টাকা নিরাপত্তা হিসেবে বিবেচিত। ছয় মাসের আগে চাকরি ছাড়লে বা বরখাস্ত হলে টাকা অফেরৎ বিবেচিত হবে।
অগ্রাধিকার : নারী প্রার্থী অগ্রাধিকার লাভ করবেন।
গ্রেড লাভ করবেন : প্রতিষ্ঠানের সপ্তম গ্রেড।
বেতন : শুরুতে ২২ হাজার ২শ টাকা বেতন দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে ২৬ হাজার ৬শ ৪০ টাকা।
সুবিধাদি : এই পদে যোগদানের পর থেকে শিক্ষানবিশকালে প্রতি কর্ম দিবসে ৭৫ টাকা দুপুরের আহার ভাতা লাভ করবেন। মোবাইল ভাতা আছে। মোটর সাইকেল ভাতা ৫ হাজার ৫শ টাকা থেকে ৬ হাজার ৫শ টাকা মাসে দেওয়া হবে। ফলে মোটর সাইকেল চালাতে পারতে হবে।
চাকরি স্থায়ী হলে ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকাল শেষ হলে চাকরি স্থায়ী করা হবে। তখন নিয়মানুসারে দুটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্রাচুয়িটি, ইনস্যুরেন্স প্রদান করা হবে।
স্থায়ীকরণের অতিরিক্ত সুবিধা : চাকরি স্থায়ী হলে এই প্রতিষ্ঠানের নিয়মানুসারে কর্মযোগ্যতার ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি করা হবে। পদোন্নতি দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : ভালো ও স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে অনার্স ও মাস্টার্স।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো এনজিও’র ক্ষুদ্রঋণ কমসূচিতে অন্তত পাঁচ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত কর্মযোগ্যতা : মাঠ পযায়ে যেকোনো সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এই সার্টিফিকেট প্রদান করতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অতিরিক্ত যোগ্যতা উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত, কম ও প্রশিক্ষণ এবং অতিরিক্ত যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনপত্রে দুইজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। তাদের মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা এবং সম্পর্ক উল্লেখ করতে হবে। নিজের মেইল, মোবাইল ও যোগাযোগের স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। নারী প্রার্থীদের বাবা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না।
উল্লেখ্য : নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে। লেনদেন, তদবির গ্রহণযোগ্য হবে না।
আবেদন করবেন : ফেরৎখামে আবেদনপত্র নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাসহ বরাবর, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, রোড-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২১৭ এই ঠিকানায় প্রদান করতে হবে। চাইলে হাতে, হাতে আবেদন পৌঁছাতে পারেন।
আবেদনের শেষ সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রতিষ্ঠানের অনলাইন ঠিকানা : www.dfed.org.bd.
ফোন : +৮৮০২-৫৫০১১০৩০০, ইমেইল : dfed@ahsaniamission.org.bd
মোবাইল : ০১৮১১৪৮০০১১।
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিকের স্থান, সময় ও তারিখ মোবাইলে জানানো হবে। স্থানভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। বাছাই প্রার্থীরা অংশগ্রহণ করবেন।
২. পদের নাম : ফিল্ড অফিসার। নিয়োগ দেওয়া হবে : উল্লেখযোগ্য পদে।
জামানত : ৫ হাজার টাকার ফেরৎযোগ্য জামানত প্রদান করতে হবে। এই টাকা নিরাপত্তা হিসেবে বিবেচিত। ছয় মাসের আগে চাকরি ছাড়লে বা বরখাস্ত হলে টাকা অফেরৎ বিবেচিত হবে।
অগ্রাধিকার : নারী প্রার্থী অগ্রাধিকার লাভ করবেন।
গ্রেড লাভ করবেন : প্রতিষ্ঠানের ষষ্ঠ গ্রেড।
বেতন : শুরুতে ১৬ হাজার ২শ টাকা বেতন দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে ১৯ হাজার ৪শ ৪০ টাকা।
সুবিধাদি : এই পদে যোগদানের পর থেকে শিক্ষানবিশকালে প্রতি কর্ম দিবসে ৭৫ টাকা দুপুরের আহারের ভাতা লাভ করবেন। মোবাইল ভাতা আছে। মোটর সাইকেল ভাতা ৫ হাজার ৫শ টাকা থেকে ৬ হাজার ৫শ টাকা মাসে দেওয়া হবে। ফলে মোটর সাইকেল চালাতে পারতে হবে।
চাকরি স্থায়ী হলে ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকাল শেষ হলে চাকরি স্থায়ী করা হবে। তখন নিয়মানুসারে দুটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্রাচুয়িটি, ইনস্যুরেন্স প্রদান করা হবে।
স্থায়ীকরণের অতিরিক্ত সুবিধা : চাকরি স্থায়ী হলে এই প্রতিষ্ঠানের নিয়মানুসারে কর্মযোগ্যতার ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি করা হবে। পদোন্নতি দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : ভালো ও স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে অনার্স ।
কর্মযোগ্যতা : চাওয়া হয়নি। তবে থাকলে ভালো।
অতিরিক্ত কর্মযোগ্যতা : মাঠ পযায়ে যেকোনো সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনপত্রে দুইজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। নিজের মেইল, মোবাইল ও যোগাযোগের স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। নারী প্রার্থীদের বাবা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না।
উল্লেখ্য : নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে। লেনদেন, তদবির গ্রহণযোগ্য হবে না।
আবেদন করবেন : ফেরৎখামে আবেদনপত্র নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাসহ বরাবর, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, রোড-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২১৭ এই ঠিকানায় প্রদান করতে হবে। চাইলে হাতে, হাতে আবেদন পৌঁছাতে পারেন।
আবেদনের শেষ সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রতিষ্ঠানের অনলাইন ঠিকানা : www.dfed.org.bd.
ফোন : +৮৮০২-৫৫০১১০৩০০, ইমেইল : dfed@ahsaniamission.org.bd
মোবাইল : ০১৮১১৪৮০০১১।
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিকের স্থান, সময় ও তারিখ মোবাইলে জানানো হবে। স্থানভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। বাছাই প্রার্থীরা অংশগ্রহণ করবেন।
৩. পদের নাম : ফিল্ড অর্গানাইজার। নিয়োগ দেওয়া হবে : উল্লেখযোগ্য পদে।
জামানত : ৫ হাজার টাকার ফেরৎযোগ্য জামানত প্রদান করতে হবে। এই টাকা নিরাপত্তা হিসেবে বিবেচিত। ছয় মাসের আগে চাকরি ছাড়লে বা বরখাস্ত হলে টাকা অফেরৎ বিবেচিত হবে।
অগ্রাধিকার : নারী প্রার্থী অগ্রাধিকার লাভ করবেন।
গ্রেড লাভ করবেন : প্রতিষ্ঠানের পঞ্চম গ্রেড।
বেতন : বেতন : শুরুতে ১৬ হাজার ২শ টাকা বেতন দেওয়া হবে। চাকরি স্থায়ী হলে সর্বসাকুল্যে ১৯ হাজার ৪শ টাকা বেতন দেওয়া হবে মাসে।
সুবিধাদি : এই পদে যোগদানের পর থেকে শিক্ষানবিশকালে প্রতি কর্ম দিবসে ৭৫ টাকা দুপুরের আহার ভাতা লাভ করবেন। মোবাইল ভাতা আছে। মোটর সাইকেল ভাতা ৫ হাজার ৫শ টাকা থেকে ৬ হাজার ৫শ টাকা মাসে দেওয়া হবে। ফলে মোটর সাইকেল চালাতে পারতে হবে।
চাকরি স্থায়ী হলে ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকাল শেষ হলে চাকরি স্থায়ী করা হবে। তখন নিয়মানুসারে দুটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্রাচুয়িটি, ইনস্যুরেন্স প্রদান করা হবে।
স্থায়ীকরণের অতিরিক্ত সুবিধা : চাকরি স্থায়ী হলে এই প্রতিষ্ঠানের নিয়মানুসারে কর্মযোগ্যতার ভিত্তিতে বাষিক বেতন বৃদ্ধি করা হবে। পদোন্নতি দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : ভালো ও স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে অনার্স বা সমমান।
কর্মযোগ্যতা : কর্মযোগ্যতা চাওয়া হয়নি তবে থাকলে ভালো।
অতিরিক্ত কর্মযোগ্যতা : মাঠ পযায়ে যেকোনো সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়স : সবোচ্চ ৩৫ বছর।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার প্রয়োজনীয় সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনপত্রে দুইজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। নিজের মেইল, মোবাইল ও যোগাযোগের স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। নারী প্রার্থীদের বাবা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না।
উল্লেখ্য : নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে। লেনদেন, তদবির গ্রহণযোগ্য হবে না।
আবেদন করবেন : ফেরৎখামে আবেদনপত্র নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাসহ বরাবর, প্রধান নিবাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, রোড-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২১৭ এই ঠিকানায় প্রদান করতে হবে। চাইলে হাতে, হাতে আবেদন পৌঁছাতে পারেন।
আবেদনের শেষ সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রতিষ্ঠানের অনলাইন ঠিকানা : www.dfed.org.bd.
ফোন : +৮৮০২-৫৫০১১০৩০০, ইমেইল : dfed@ahsaniamission.org.bd
মোবাইল : ০১৮১১৪৮০০১১।
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিকের স্থান, সময় ও তারিখ মোবাইলে জানানো হবে। স্থানভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। বাছাই প্রার্থীরা অংশগ্রহণ করবেন।
৪. পদের নাম : হিসাবরক্ষক। নিয়োগ দেওয়া হবে : উল্লেখযোগ্য পদে।
জামানত : ৫ হাজার টাকার ফেরৎযোগ্য জামানত প্রদান করতে হবে। এই টাকা নিরাপত্তা হিসেবে বিবেচিত। ছয় মাসের আগে চাকরি ছাড়লে বা বরখাস্ত হলে টাকা অফেরৎ বিবেচিত হবে।
অগ্রাধিকার : নারী প্রার্থী অগ্রাধিকার লাভ করবেন।
গ্রেড লাভ করবেন : প্রতিষ্ঠানের ষষ্ঠ গ্রেড।
বেতন : শুরুতে ১৯ হাজার ৮শ টাকা বেতন দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে ২৩ হাজার ৭শ ৬০ টাকা।
সুবিধাদি : এই পদে যোগদানের পর থেকে শিক্ষানবিশকালে প্রতি কর্ম দিবসে ৭৫ টাকা দুপুরের আহারের ভাতা লাভ করবেন। মোবাইল ভাতা আছে।
চাকরি স্থায়ী হলে ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকাল শেষ হলে চাকরি স্থায়ী করা হবে। তখন নিয়মানুসারে দুটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্রাচুয়িটি, ইনস্যুরেন্স প্রদান করা হবে।
স্থায়ীকরণের অতিরিক্ত সুবিধা : চাকরি স্থায়ী হলে এই প্রতিষ্ঠানের নিয়মানুসারে কর্মযোগ্যতার ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি করা হবে। পদোন্নতি দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যের যেকোনো বিভাগ থেকে এমবিএ, এমবিএস বা এমকম পাশ।
কর্মযোগ্যতা : কর্মযোগ্যতা চাওয়া হয়নি। থাকলে ভালো।
অতিরিক্ত কর্মযোগ্যতা : মাঠ পযায়ে যেকোনো সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। থাকলে এই কাজের উল্লেখ করতে হবে এবং পারলে সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে প্রয়োজনীয় সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনপত্রে দুইজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে ও তাদের সঙ্গে সম্পর্ক জানাতে হবে। নিজের মেইল, মোবাইল ও যোগাযোগের স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। নারী প্রার্থীদের বাবা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না।
উল্লেখ্য : নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে। লেনদেন, তদবির গ্রহণযোগ্য হবে না।
আবেদন করবেন : ফেরৎখামে আবেদনপত্র নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাসহ বরাবর, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, রোড-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২১৭ এই ঠিকানায় প্রদান করতে হবে। চাইলে হাতে, হাতে আবেদন পৌঁছাতে পারেন।
আবেদনের শেষ সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রতিষ্ঠানের অনলাইন ঠিকানা : www.dfed.org.bd.
ফোন : +৮৮০২-৫৫০১১০৩০০, ইমেইল : dfed@ahsaniamission.org.bd
মোবাইল : ০১৮১১৪৮০০১১।
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিকের স্থান, সময় ও তারিখ মোবাইলে জানানো হবে। স্থানভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। বাছাই প্রার্থীরা অংশগ্রহণ করবেন।
৫. পদের নাম : ফিল্ড হিসাবরক্ষক।
জামানত : ৫ হাজার টাকার ফেরৎযোগ্য জামানত প্রদান করতে হবে। এই টাকা নিরাপত্তা হিসেবে বিবেচিত। ছয় মাসের আগে চাকরি ছাড়লে বা বরখাস্ত হলে টাকা অফেরৎ বিবেচিত হবে।
অগ্রাধিকার : নারী প্রার্থী অগ্রাধিকার লাভ করবেন।
গ্রেড লাভ করবেন : প্রতিষ্ঠানের ষষ্ঠ গ্রেড। মাঠে কাজ করতে হবে।
বেতন : শুরুতে ১৬ হাজার ২শ টাকা বেতন দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে ১৯ হাজার ৪শ ৪০ টাকা।
সুবিধাদি : এই পদে যোগদানের পর থেকে শিক্ষানবিশকালে প্রতি কর্ম দিবসে ৭৫ টাকা দুপুরের আহার ভাতা লাভ করবেন। মোবাইল ভাতা আছে।
চাকরি স্থায়ী হলে ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকাল শেষ হলে চাকরি স্থায়ী করা হবে। তখন নিয়মানুসারে দুটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্রাচুয়িটি, ইনস্যুরেন্স প্রদান করা হবে।
স্থায়ীকরণের অতিরিক্ত সুবিধা : চাকরি স্থায়ী হলে এই প্রতিষ্ঠানের নিয়মানুসারে কর্মযোগ্যতার ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি করা হবে। পদোন্নতি দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যের যেকোনো বিভাগ থেকে বিবিএ, বিবিএস বা বিকম পাশ।
কর্মযোগ্যতা : কর্মযোগ্যতা চাওয়া হয়নি।
অতিরিক্ত কর্মযোগ্যতা : মাঠ পযায়ে যেকোনো সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। থাকলে এই কাজের উল্লেখ করতে হবে এবং পারলে সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে প্রয়োজনীয় সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। আবেদনপত্রে দুইজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে ও তাদের সঙ্গে সম্পর্ক জানাতে হবে। নিজের মেইল, মোবাইল ও যোগাযোগের স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। নারী প্রার্থীদের বাবা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না।
উল্লেখ্য : নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে। লেনদেন, তদবির গ্রহণযোগ্য হবে না।
আবেদন করবেন : ফেরৎখামে আবেদনপত্র নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাসহ বরাবর, প্রধান নির্বাহী কর্মকতা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, রোড-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২১৭ এই ঠিকানায় প্রদান করতে হবে। চাইলে হাতে, হাতে আবেদন পৌঁছাতে পারেন।
আবেদনের শেষ সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রতিষ্ঠানের অনলাইন ঠিকানা : www.dfed.org.bd.
ফোন : +৮৮০২-৫৫০১১০৩০০, ইমেইল : dfed@ahsaniamission.org.bd
মোবাইল : ০১৮১১৪৮০০১১।
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিকের স্থান, সময় ও তারিখ মোবাইলে জানানো হবে। স্থানভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। বাছাই প্রার্থীরা অংশগ্রহণ করবেন।
৬. পদের নাম : জুনিয়র ফিল্ড অর্গানাইজার।
জামানত : ৫ হাজার টাকার ফেরৎযোগ্য জামানত প্রদান করতে হবে। এই টাকা নিরাপত্তা হিসেবে বিবেচিত। ছয় মাসের আগে চাকরি ছাড়লে বা বরখাস্ত হলে টাকা অফেরৎ বিবেচিত হবে।
অগ্রাধিকার : নারী প্রার্থী অগ্রাধিকার লাভ করবেন।
গ্রেড লাভ করবেন : প্রতিষ্ঠানের চতুর্থ গ্রেড।
বেতন : শুরুতে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা।
সুবিধাদি : এই পদে যোগদানের পর থেকে শিক্ষানবিশকালে প্রতি কর্ম দিবসে ৭৫ টাকা দুপুরের আহারের ভাতা লাভ করবেন। মোবাইল ভাতা আছে। মোটর সাইকেল ভাতা ৫ হাজার ৫শ টাকা থেকে ৬ হাজার ৫শ টাকা মাসে দেওয়া হবে। ফলে মোটর সাইকেল চালাতে পারতে হবে।
চাকরি স্থায়ী হলে ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকাল শেষ হলে চাকরি স্থায়ী করা হবে। তখন নিয়মানুসারে দুটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্রাচুয়িটি, ইনস্যুরেন্স প্রদান করা হবে।
স্থায়ীকরণের অতিরিক্ত সুবিধা : চাকরি স্থায়ী হলে এই প্রতিষ্ঠানের নিয়মানুসারে কর্মযোগ্যতার ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি করা হবে। পদোন্নতি দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শিক্ষাবোর্ড থেকে যেকোনো বিভাগে অন্তত এইচএসসি পাশ।
কর্মযোগ্যতা : কর্মযোগ্যতা চাওয়া হয়নি।
অতিরিক্ত কর্মযোগ্যতা : মাঠ পযায়ে যেকোনো সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এই কাজের আবেদনপত্রে উল্লেখ করতে হবে। থাকলে সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে।
বয়স : ২২ থেকে সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে বাংলায়। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত ও কোনো কম যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় সত্যায়িত সার্টিফিকেটগুলো প্রদান করতে হবে। আবেদনপত্রে দুইজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। নিজের মেইল, মোবাইল ও যোগাযোগের স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। নারী প্রার্থীদের বাবা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না।
উল্লেখ্য : নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে। লেনদেন, তদবির গ্রহণযোগ্য হবে না।
আবেদন করবেন : ফেরৎখামে আবেদনপত্র নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাসহ বরাবর, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, রোড-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২১৭ এই ঠিকানায় প্রদান করতে হবে। চাইলে হাতে, হাতে আবেদন পৌঁছাতে পারেন।
আবেদনের শেষ সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রতিষ্ঠানের অনলাইন ঠিকানা : www.dfed.org.bd.
ফোন : +৮৮০২-৫৫০১১০৩০০, ইমেইল : dfed@ahsaniamission.org.bd
মোবাইল : ০১৮১১৪৮০০১১।
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিকের স্থান, সময় ও তারিখ মোবাইলে জানানো হবে। স্থানভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। বাছাই প্রার্থীরা অংশগ্রহণ করবেন।
৭. পদের নাম : বাবুর্চি।
চাকরি করবেন : প্রধান কার্যালয়ে।
অগ্রাধিকার : নারী প্রার্থী অগ্রাধিকার লাভ করবেন।
গ্রেড লাভ করবেন : প্রতিষ্ঠানের প্রথম গ্রেড।
বেতন : সর্বসাকুল্যে ১০ হাজার ৮শ টাকা বেতন দেওয়া হবে।
চাকরি স্থায়ী হলে ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকাল শেষ হলে চাকরি স্থায়ী করা হবে। তখন নিয়মানুসারে দুটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্রাচুয়িটি, ইনস্যুরেন্স প্রদান করা হবে।
স্থায়ীকরণের অতিরিক্ত সুবিধা : চাকরি স্থায়ী হলে এই প্রতিষ্ঠানের নিয়মানুসারে কর্মযোগ্যতার ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি করা হবে। পদোন্নতি দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত পঞ্চম শ্রেণী পাশ।
কর্মযোগ্যতা : ভালো রান্না করতে পারতে হবে। পরিস্কার, পরিচ্ছন্ন ও সৎ স্বভাবের হতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীকে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে বাংলায়। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত ও রান্নার প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে উল্লেখ করতে হবে। সব শিক্ষাগত ও প্রশিক্ষণ যোগ্যতার প্রয়োজনীয় সত্যায়িত ফটোকপি প্রদান করতে হবে। কী, কী ভালো রান্না করতে পারেন উল্লেখ করতে হবে। রাঁধুনী হিসেবে যেসব প্রতিষ্ঠানে কাজ করেছেন উল্লেখ করতে হবে। পারলে সত্যায়িত কর্মযোগ্যতার সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনপত্রে দুইজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। নিজের মেইল, মোবাইল ও যোগাযোগের স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। নারী প্রার্থীদের বাবা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না।
উল্লেখ্য : নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে। লেনদেন, তদবির গ্রহণযোগ্য হবে না।
আবেদন করবেন : ফেরৎখামে আবেদনপত্র নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাসহ বরাবর, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, রোড-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২১৭ এই ঠিকানায় প্রদান করতে হবে। চাইলে হাতে, হাতে আবেদন পৌঁছাতে পারেন।
আবেদনের শেষ সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রতিষ্ঠানের অনলাইন ঠিকানা : www.dfed.org.bd.
ফোন : +৮৮০২-৫৫০১১০৩০০, ইমেইল : dfed@ahsaniamission.org.bd
মোবাইল : ০১৮১১৪৮০০১১।
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিকের স্থান, সময় ও তারিখ মোবাইলে জানানো হবে। স্থানভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। বাছাই প্রার্থী অংশগ্রহণ করবেন।
৮. পদের নাম : ক্লিনার।
চাকরি করবেন : প্রধান কার্যালয়ে।
অগ্রাধিকার : নারী প্রার্থী অগ্রাধিকার লাভ করবেন।
গ্রেড লাভ করবেন : প্রতিষ্ঠানের প্রথম গ্রেড।
বেতন : সর্বসাকুল্যে ১০ হাজার ৮শ টাকা বেতন দেওয়া হবে।
চাকরি স্থায়ী হলে ভাতা : ছয় মাসের শিক্ষানবিশকাল শেষ হলে চাকরি স্থায়ী করা হবে। তখন নিয়মানুসারে দুটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্রাচুয়িটি, ইনস্যুরেন্স প্রদান করা হবে।
স্থায়ীকরণের অতিরিক্ত সুবিধা : চাকরি স্থায়ী হলে এই প্রতিষ্ঠানের নিয়মানুসারে কর্মযোগ্যতার ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি করা হবে। পদোন্নতি দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত পঞ্চম শ্রেণী পাশ।
কর্মযোগ্যতা : ভালো ক্লিনার হতে হবে। পরিস্কার, পরিচ্ছন্ন ও সৎ স্বভাবের হতে হবে। কর্মে আগ্রহ থাকতে হবে। মাদকে আসক্ত হওয়া যাবে না।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীকে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে বাংলায়। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত ও কাজের যোগ্যতা উল্লেখ করতে হবে। যেসব জায়গায় কাজ করেছেন উল্লেখ করতে হবে। পারলে সত্যায়িত কর্মযোগ্যতার সার্টিফিকেট প্রদান করতে হবে। পারলে আবেদনপত্রে দুইজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স উল্লেখ করতে হবে। নিজের মেইল, মোবাইল ও যোগাযোগের স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। নারী প্রার্থীদের বাবা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে। আবেদনের কোথাও কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না।
উল্লেখ্য : নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে। লেনদেন, তদবির গ্রহণযোগ্য হবে না।
আবেদন করবেন : ফেরৎখামে আবেদনপত্র নিজের নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাসহ বরাবর, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, রোড-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২১৭ এই ঠিকানায় প্রদান করতে হবে। চাইলে হাতে, হাতে আবেদন পৌঁছাতে পারেন।
আবেদনের শেষ সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রতিষ্ঠানের অনলাইন ঠিকানা : www.dfed.org.bd.
ফোন : +৮৮০২-৫৫০১১০৩০০, ইমেইল : dfed@ahsaniamission.org.bd
মোবাইল : ০১৮১১৪৮০০১১।
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিকের স্থান, সময় ও তারিখ মোবাইলে জানানো হবে। স্থানভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। বাছাই প্রার্থীরা অংশগ্রহণ করবেন।
ওএফএস।