চট্টগ্রাম বন্দরে ৪০ কর্মী নিয়োগ করবে সাইফ পাওয়ার টেক
প্রতিষ্ঠানের নাম : সাইফ পাওয়ার টেক লিমিটেড।
১. পদের সংখ্যা : তিনটি।
পদের নাম : জুনিয়র ইঞ্জিনিয়ার।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে অন্তত অনার্স পাশ। অথবা যেকোনো সরকারী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে মকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে।
কর্মঅভিজ্ঞতা : অন্তত তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে যেকোনো ভালো প্রতিষ্ঠানে। পলিটেকনিক্যাল ইনস্টিটিইট থেকে পাশ করলে অন্তত সাত বছরের কন্টেইনার হ্যন্ডেলিং, ইকুইপমেন্ট রিপেয়ারিং, ইকুইপমেন্ট মেনটেইনেন্স, ইঞ্জিন ওভার হলিং বা ইলেকট্রিক্যাল রিপেয়ারিং কর্মের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে ইংরেজিতে। তাতে সদ্য তোলা একটি কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি যুক্ত করতে হবে। চাকরির সত্যায়িত সনদ প্রদান করতে হবে। শিক্ষাগত ও কর্মযোগ্যতা অনুসারে সব তথ্য বিস্তারিত ও ভালোভাবে প্রদান করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। কোনো প্রশিক্ষণ থেকে থাকলে প্রদান করতে হবে সত্যায়িত সার্টিফিকেট। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
আবেদনের শেষ তারিখ : ১ সেপ্টেম্বর ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনে ঠিকানা : ইমেইলেও আবেদন করতে পারবেন। সাবজেক্টের স্থানে পদের নাম লিখতে হবে। আবেদনপত্রে নিজের নাম, মোবাইল, মেইল ও পদ এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে। ইমেইল ঠিকানা হলো : career@saifpowertec.com
ডাকে আবেদনের ঠিকানা : ফেরৎ খামে আবেদন করতে হবে নিজের নাম, পদ, মেইল ও মোবাইল এবং যোগাযোগ উল্লেখ করে-বরাবর, মানব সম্পদ বিভাগ, সাইফ পাওয়ার টেক লিমিটেড, মক্কা-মদীনা ট্রেড সেন্টার, ১৭ তলা, আগ্রাবাদ, সিএ, চট্টগ্রাম, বাংলাদেশ। চাইলে সরাসরি আবেদন জমা দিতে পারেন।
বেতন, ভাতা : এই প্রতিষ্ঠানের নিয়মে আলোচনার মাধ্যমে বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
২. পদের সংখ্যা: ১০টি।
পদের নাম : ট্রেইনি ইঞ্জিনিয়ার।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো সরকারী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে ইংরেজিতে। তাতে সদ্য তোলা একটি কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি যুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য বিস্তারিত ও ভালোভাবে প্রদান করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। কোনো কর্মযোগ্যতা বা প্রশিক্ষণ থেকে থাকলে প্রদান করতে হবে সত্যায়িত সাটিফিকেট। তবে এই পদের জন্য কোনো কর্মযোগ্যতা চাওয়া হয়নি। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
আবেদনের শেষ তারিখ : ১ সেপ্টেম্বর ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনে ঠিকানা : ইমেইলেও আবেদন করতে পারবেন। সাবজেক্টের স্থানে পদের নাম লিখতে হবে। আবেদনপত্রে নিজের নাম, মোবাইল, মেইল ও পদ এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে। ইমেইল ঠিকানা হলো : career@saifpowertec.com
ডাকে আবেদনের ঠিকানা : ফেরৎ খামে আবেদন করতে হবে নিজের নাম, পদ, মেইল ও মোবাইল এবং যোগাযোগ উল্লেখ করে-বরাবর, মানব সম্পদ বিভাগ, সাইফ পাওয়ার টেক লিমিটেড, মক্কা-মদীনা ট্রেড সেন্টার, ১৭ তলা, আগ্রাবাদ, সিএ, চট্টগ্রাম, বাংলাদেশ। চাইলে সরাসরি আবেদন জমা দিতে পারেন।
বেতন, ভাতা : এই প্রতিষ্ঠানের নিয়মে আলোচনার মাধ্যমে বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
৩. পদের সংখ্যা: ৩টি।
পদের নাম : মেকানিক।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশ বা যেকোনো ভালো ও স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে অন্তত ছয় মাসের ভোকেশনাল ট্রেনিংধারী হতে হবে।
কর্মযোগ্যতা : অন্তত ১০ বছর কন্টেইনার হ্যন্ডেলিং, ইকুইপমেন্ট রিপেয়ারিং, ইকুইপমেন্ট মেনটেইনেন্স, ইঞ্জিন ওভার হলিং বা ইলেকট্রিক্যাল রিপেয়ারিং কমের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূণ আবেদন তৈরি করতে হবে বাংলায়।
তাতে সদ্য তোলা একটি কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি যুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব তথ্য বিস্তারিত ও ভালোভাবে প্রদান করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সাটিফিকেট প্রদান করতে হবে। কোনো কর্মযোগ্যতা বা প্রশিক্ষণ থেকে থাকলে প্রদান করতে হবে সত্যায়িত সাটিফিকেট। তবে এই পদের জন্য কোনো কর্মযোগ্যতা চাওয়া হয়নি। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
আবেদনের শেষ তারিখ : ১ সেপ্টেম্বর ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনে ঠিকানা : ইমেইলেও আবেদন করতে পারবেন। সাবজেক্টের স্থানে পদের নাম লিখতে হবে। আবেদনপত্রে নিজের নাম, মোবাইল, মেইল ও পদ এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে। ইমেইল ঠিকানা হলো : career@saifpowertec.com
ডাকে আবেদনের ঠিকানা : ফেরৎ খামে আবেদন করতে হবে নিজের নাম, পদ, মেইল ও মোবাইল এবং যোগাযোগ উল্লেখ করে-বরাবর, মানব সম্পদ বিভাগ, সাইফ পাওয়ার টেক লিমিটেড, মক্কা-মদীনা ট্রেড সেন্টার, ১৭ তলা, আগ্রাবাদ, সিএ, চট্টগ্রাম, বাংলাদেশ। চাইলে সরাসরি আবেদন জমা দিতে পারেন।
বেতন, ভাতা : এই প্রতিষ্ঠানের নিয়মে আলোচনার মাধ্যমে বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
৪. পদের সংখ্যা : ২৫টি।
পদের নাম : টেকনিক্যাল হেলপার।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত ছয় মাসের টেকনিক্যাল ট্রেনিং থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে বাংলায়। এই পদের জন্য কোনো কর্মঅভিজ্ঞতা চাওয়া হয়নি। আবেদনে নিজের নাম, পিতা, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, কর্মযোগ্যতা প্রদান করতে হবে ভালোভাবে। সব শিক্ষা ও কাজের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
আবেদনের শেষ তারিখ : ১ সেপ্টেম্বর ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনে ঠিকানা : ইমেইলেও আবেদন করতে পারবেন। সাবজেক্টের স্থানে পদের নাম লিখতে হবে। আবেদনপত্রে নিজের নাম, মোবাইল, মেইল ও পদ এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে। ইমেইল ঠিকানা হলো : career@saifpowertec.com
ডাকে আবেদনের ঠিকানা : ফেরৎ খামে আবেদন করতে হবে নিজের নাম, পদ, মেইল ও মোবাইল এবং যোগাযোগ উল্লেখ করে-বরাবর, মানব সম্পদ বিভাগ, সাইফ পাওয়ার টেক লিমিটেড, মক্কা-মদীনা ট্রেড সেন্টার, ১৭ তলা, আগ্রাবাদ, সিএ, চট্টগ্রাম, বাংলাদেশ। চাইলে সরাসরি আবেদন জমা দিতে পারেন।
বেতন, ভাতা : এই প্রতিষ্ঠানের নিয়মে আলোচনার মাধ্যমে বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
সকল পদে কর্ম এলাকা : চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের নির্মিয়মান কন্টেইনার টার্মিনালে ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি করতে হবে।
ওএফএস।