সাভার সেনানিবাসের এমজিএসসি ৩ ড্রাইভার নেবে
স্কুল-কলেজের নাম : মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ (এমজিএসসি)।
ঠিকানা : সাভার সেনানিবাস, সাভার, ঢাকা-১৩৪৪।
টেলিফোন : ০২২৯০৯০০০০-৫।
মোবাইল : ০১৭৬৯০৯৩১৭৪।
ধরন : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুসৃত ইংরেজি মাধ্যমে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান।
বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে। এই প্রতিষ্ঠানের সুবিধা পদানুসারে দেওয়া হবে।
পদের নাম : ড্রাইভার বা স্কুল-কলেজটির গাড়ি চালক।
পদের সংখ্যা : ৩টি।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত এসএসসি পাশ হতে হবে যেকোনো শিক্ষাবোর্ডের যেকোনো শাখা থেকে।
উল্লেখ্য : অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর সদস্যরা আবেদন করলে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।
লাইসেন্স : নিজের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কর্মঅভিজ্ঞতা : অন্তত পাঁচ বছরের স্কুল বাস, মিনিবাস, মাইক্রোবাস বা কার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১৫তম গ্রেডে ৯ হাজার ৭শ টাকা থেকে ২৩ হাজার ৪শ ৯০ টাকা বেতন দেওয়া হবে। এর মধ্যে বাড়ি ভাড়া ৫০ শতাংশ, চিকিৎসা ভাতা ১৫শ, যাতায়াত ৩শ প্রদান করা হবে।
ভাতা : এমজিএসসির প্রাতিষ্ঠানিক নিয়মে বছরে দুটি ইদ বোনাস, পহেলা বৈশাখে মূল বেতনের ২০ শতাংশ বোনাস, সিপিএফ (সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড), গ্রাচুয়িটি ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সেখানে নিজের নাম, পিতা, মাতা ইত্যাদি সব তথ্য উল্লেখ করতে হবে। কর্মযোগ্যতাগুলো বছর ওয়ারি দিতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি দিতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি দিতে হবে। কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট থেকে থাকলে প্রদান করতে হবে। ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থী দায়ী থাকবেন।
সংযুক্তি : আবেদন প্রদানের জন্য যেকোনো ব্যাংকের যেকোনো শাখা থেকে অধ্যক্ষ, মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ (এমজিএসসি), সাভার সেনানিবাস, সাভার, ঢাকা-১৩৪৪-এই ঠিকানার অনুকূলে ৩শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।
আবেদনের ঠিকানা : সাভার সেনানিবাসের এমজিএসসিতে সরাসরি হাতে, হাতে বা ফেরৎ খামের মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে। খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
উল্লেখ্য : প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এমজিএসসির ওয়েবসাইট ও প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ওয়েব ঠিকানা : www. mgsc.edu.bd.
আবেদনের শেষ তারিখ : ৩০ জুলাই, ২০২২, অফিস সময়ের মধ্যে।
ওএস।