সমবায় ব্যাংক নেবে মহা-ব্যবস্থাপক
বিশেষায়িত ব্যাংকের নাম : বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড।
পদের নাম : প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও (চিফ অপারেটিং অফিসার)।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো শাখা থেকে চার বছরের বিবিএ ও এমবিএ ডিগ্রি অথবা সমমানের চার বছরের এমকম ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
কর্মযোগ্যতা : যেকোনো বাণিজ্যিক ব্যাংকে অন্তত দুই বছরের উপ-মহাব্যবস্থাপক পদে কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : ১ আগষ্ট ২০২২ তারিখের মধ্যে ৪০ থেকে ৪৫ বছর বয়স হতে হবে।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সেখানে কম্পিউটার টাইপ করে ইংরেজিতে নিজের, পিতা, মাতা, স্বামীর (নারী হলে), মোবাইল, মেইল, শিক্ষাগত সকল যোগ্যতা, সব কর্ম অভিজ্ঞতা, প্রশিক্ষণ যোগ্যতা, উল্লেখযোগ্য অর্জন পূর্ণ ও বিস্তারিতভাবে প্রদান করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। কোনো লেখা বা গ্রন্থ থাকলে উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সব সার্টিফিকেট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে সত্যায়িত আকারে। বই বা লেখার সত্যায়িত কপি দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড (বিএসবিএল), প্রধান কার্যালয়, ৯-ডি, মতিঝিল বা/এ, ভবনে গিয়ে যোগাযোগ করে আবেদনপত্র জমা দিতে হবে। ০২২২৩৩৮৭৮০০ নম্বরে টেলিফোন করতে পারেন অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে।
উল্লেখ্য : চাকরিরত প্রার্থীরা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন।
বেতন : বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব তফসিলী ব্যাংকগুলোর নিয়মানুসারে মহা-ব্যবস্থাপকের বেতন স্কেল অনুসারে বেতন ও ভাতাদি লাভ করবেন। সমবায় ব্যাংকের সুবিধাদি প্রদেয় হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই, ২০২২ অফিস সময়ের মধ্যে।
ওএস।